মুক্তিযোদ্ধাদের সাহস যুগিয়েছিল যেসব গান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ২৬ মার্চ ২০২৫

মুক্তিযোদ্ধা ও দেশবাসীর মনোবলকে উদ্দীপ্ত করতে ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ অবিস্মরণীয় ভূমিকা রেখেছিল ১৯৭১ সালে। বিশেষ করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রচারিত গানগুলো মানুষকে সাহসী করেছিল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে। ওই সময়ে প্রচার হওয়া দেশাত্মবোধক গানগুলো ছিল জনজাগরণের মূল হাতিয়ার-শক্তি।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অনেক গান রয়েছে। তার মধ্যে অনেক গান আজও মানুষের মুখে মুখে বেজে উঠে। সেইসব গানগুলো পাঠকদের জন্য তুলে ধরা হলো-

মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি

গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচার হওয়ার পর দারুণ জনপ্রিয়তা পায়। যুদ্ধ চলাকালে এই গান পথে-ঘাটে, রাস্তায় রাস্তায় দলে দলে মুক্তিকামী মানুষেরা গেয়েছেন, মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করেছেন। গানটির গীতিকার গোবিন্দ হালদার। সুর করার পাশাপাশি গানটি কণ্ঠে তোলেন আপেল মাহমুদ।

এক সাগর রক্তের বিনিময়ে

গোবিন্দ হালদারের কথায় গানটির সুরারোপ করেন আপেল মাহমুদ। এটি কণ্ঠে তোলে জনতার মধ্যে দেশপ্রেমের চেতনা জাগিয়েছিলেন স্বপ্না রায়। সংগীতে মুক্তিযুদ্ধ প্রসঙ্গ হলেই সবার পছন্দ এই গান।

সালাম সালাম হাজার সালাম

আব্দুল জব্বারের কণ্ঠে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচার হওয়ার পর থেকেই মানুষের মুখে মুখে রটতে থাকে এই গান। শহীদদের স্মরণের গান হিসেবে সবচেয়ে জনপ্রিয় এটিই বলা চলে। ফজলে খোদা’র কথায় গানটির সুর করেন আব্দুল জব্বার নিজেই।

জয় বাংলা, বাংলার জয়

দেশ বরেণ্য সংগীতশিল্পী শাহনাজ রহমত উল্লাহর কণ্ঠে এই গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সেরা গান। গানটির কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। সুর করেন আনোয়ার পারভেজ। লাল-সবুজের বুকে যতদিন সূর্য উঠবে, এই গান ও তার আবেদন ততদিন থাকবে।

পূর্ব দিগন্তে সূর্য উঠেছে

এই গানটির গীতিকার গোবিন্দ হালদার। সুরারোপে সমর দাস। গানটি কয়েকজন শিল্পীর সমবেত কণ্ঠে প্রচার করা হয়। এটি এমন একটি গান, যার কথা, সুর ও গায়কী লাখ লাখ মুক্তিযোদ্ধাকে অনুপ্রাণিত ও উৎসাহী করে তুলেছিল অস্ত্র হাতে যুদ্ধে যাওয়ার।

এছাড়াও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান হিসেবে মুক্তিযোদ্ধাদের প্রেরণা যুগিয়েছিল আরও অনেক গান। সেই তালিকায় আছে তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, নোঙর তোল তোল, একতারা তুই দেশের কথা বল, ছোটদের বড়দের সকলের, কারার ঐ লৌহকপাট, শোনো একটি মুজিবরের থেকে, বিচারপতি তোমার বিচার করবে যারা, রক্ত দিয়ে নাম লিখেছি ইত্যাদি।

এলআইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।