বিয়ের পিঁড়িতে নীরব


প্রকাশিত: ০৯:৪৮ এএম, ২৯ ডিসেম্বর ২০১৪

বিয়ে করেলেন মডেল ও অভিনেতা নীরব। শুক্রবার রাতে পারিবারিক ভাবে বিয়ের পিঁড়িতে বসেন তিনি।

তবে কনে তাশফিয়া তাহের চৌধুরী ঋদ্ধির সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেম করতেন নীরব। বরিশালের মেয়ে ঋদ্ধি নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রী। বিয়েতে নীরবের পরিবারের সদস্যরাসহ তার ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

গণমাধ্যমকে নীরব বলেন, ‘ভালো অনুভূতি কাজ করছে। কারণ নিজের পছন্দে এবং পারিবারিক আয়োজনে বিয়ে করেছি। এ দুটি বিষয় একত্রে সমন্বয় করা তো কঠিন। নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাইছি।’

ঋদ্ধি বলেন, ‘নিজের পছন্দের মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছি তাই খুশি। এই খুশিটা সারাজীবন ধরে রাখতে চাই।’নিরব জানিয়েছেন শীঘ্রই তিনি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।