কার সঙ্গে হঠাৎ শ্রীলঙ্কায় শাকিব

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৭ পিএম, ১৭ মে ২০২৫

ইদুল আযহার আর কয়েক দিন বাকি। আসছে ঈদে মুক্তি পাবে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমাটি। এর শুটিং শেষ হয়নি এখনো। ছবিটির শুটিং হচ্ছে শ্রীলঙ্কায়। গতকাল শুক্রবার সকালের একটি ফ্লাইটে শ্রীলঙ্কায় গেছেন শাকিব।

সেখানে বিভিন্ন লোকেশনে গান ও ছবিটির শেষদিকের কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং করবেন তিনি। এই সফরে শাকিবের সঙ্গে রয়েছেন সাবিলা নূরসহ সিনেমার টেকনিক্যাল ক্রু ও অন্য সদস্যরা।

জানা গেছে, সিনেমার শুটিং প্রায় ৭০ শতাংশ শেষ। ঢাকা, রাজশাহীসহ দেশের বিভিন্ন জায়গায় সম্পন্ন হয়েছে দৃশ্যায়ন।

এরই মধ্যে ‘তাণ্ডব’ সিনেমাটি নিয়ে আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিটির ফার্স্টলুক প্রকাশিত হয়েছে। সেখানে ব্যতিক্রম লুকে চমক দেখিয়েছেন শাকিব খান। পোস্টারটি ভাইরালও হয়েছে। তবে সত্যিই এটি ঈদুল আজহায় মুক্তি পাবে কি না তা এখনো নিশ্চিত করেননি নির্মাতা রায়হান রাফী।

আরও পড়ুন;

এই ছবি দিয়ে দীর্ঘ এক যুগ পর আবারও শাকিবের সঙ্গে পর্দা ভাগাভাগি করছেন দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসান। এতদিন পর শাকিবের সঙ্গে অভিনয় করে কেমন লাগছে সে প্রসঙ্গে সম্প্রতি কথা বলেন জয়া। তিনি বলেন, ‘তার ডেডিকেশন লেভেলটা অনেক বেড়েছে। খুব মন দিয়ে কাজ করেন। নিজের চরিত্রের জন্য সর্বোচ্চটা তিনি দেন, যেটা অ্যাপ্রিশিয়েট করার মতো।’

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’ সিনেমার গল্প। শাকিব, সাবিলা ও জয়া ছাড়াও এ ছবিতে কাজ করছেন একঝাঁক তারকা।

এমআই/এলআইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।