মেকআপ আর্টিস্ট ভাতিজা সেলিম আর নেই

চলচ্চিত্রের পরিচিত মুখ, বর্ষীয়ান মেকআপ আর্টিস্ট সেলিম আর নেই। বুকে ব্যথা ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৬ জুন) দিবাগত রাত ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি... রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ষাটেরও বেশি।
সেলিমের মৃত্যুর খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট জাবেদ মিয়া। তবে তার মৃত্যুর কারণ স্পষ্ট করে জানাতে পারেননি তিনি। জাবেদ বলেন, ‘চিকিৎসকরাই ভালো বলতে পারবেন কেন মারা গেছেন তিনি। তবে তার বুকে ব্যথা ও শ্বাসকষ্ট ছিল বলে জেনেছি।’
জানা গেছে, সেলিমের বাসা রাজধানীর গোলাপবাগে। মঙ্গলবার (১৭ জুন) বাদ আসর তাকে গোপীবাগে দাফন করা হয়েছে।
‘ভাতিজা সেলিম’ নামে পরিচিত এই মেকআপ শিল্পী আশি ও নব্বই দশকের অসংখ্য চলচ্চিত্রে কাজ করেছেন। প্রয়াত নির্মাতা দীলিপ বিশ্বাসের অধিকাংশ সিনেমার মেকআপের দায়িত্বে ছিলেন তিনি। একইসঙ্গে আহমেদ সাত্তার পরিচালিত চলচ্চিত্রেও নিয়মিত কাজ করতেন। তার সর্বশেষ কাজ ছিল দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমায়।
সেলিমের মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
এলআইএ/জেআইএম