জামিনে থাকা নুসরাত ফারিয়া এখন কী করছেন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১৮ জুন ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার হওয়া নুসরাত ফারিয়া বর্তমানে জামিনে। চিকিৎসকদের পরামর্শ মেনে সবার সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছেন এই অভিনেত্রী। তবে ফেসবুকে নিয়মিত পোস্ট করেন তিনি।

আজ (১৮ জুন) দুপুরে বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয় তার ফেসবুক পেজে। সেখানে দেখা যায়, স্টুডিওতে ভয়েস দিচ্ছেন ফারিয়া। পোস্ট লিখেছেন, ‘১ মাস পর....’

ধারণা করা হচ্ছিল আবারও মামলা-গ্রেফতারের জটিলতা কাটিয়ে কাজে ফিরেছেন অভিনেত্রী। বিষয়টি জানতে যোগাযোগ করলে অন্য কেউ ফারিয়ার মুঠোফোনের কল রিসিভ করে বলেন, ‘এখন নুসরাত ফারিয়া হাসপাতালে আছেন।’

এদিকে ফারিয়ার ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে মজুমদার নামে একজন লিখেছেন, ‘খুবই চমৎকার লাগছে। আপনার জন্য অফুরন্ত ভালোবাসা রইলো। পাশে আছি।’ আরও একজন লিখেছেন, ‘ওয়াও অসাধারণ, চমৎকার, দৃষ্টিনন্দন, নানন্দনিক ফটো।’

গত মাসে থাইল্যান্ডে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাতকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে হত্যাচেষ্টার অভিযোগে কারাগারে পাঠানোর একদিনের মাথায় নানামুখী আলোচনা-সমালোচনার মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান ফারিয়ার জামিনের আদেশ দেন।

শোনা যাচ্ছে, পেছনের সবকিছু ফেলে আবারও কাজে মনোযোগী হয়ে উঠছেন নুসরাত ফারিয়া। শিগগির হয়তো তাকে দেখা যাবে নতুন কোনো চলচ্চিত্রেও।

এমআই/এলআইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।