ভাইকে শেষ বিদায় দিয়ে যা বললেন নায়ক জসীমের দুই সন্তান
মাত্র ৪৮ বছর বয়সে ১৯৯৮ সালের ৮ অক্টোবর মারা গেছেন অভিনেতা জসীম। মৃত্যুর দুই যুগ পরও ভক্তদের কাছে বেশ জনপ্রিয়তা রয়েছে খলনায়ক থেকে নায়ক হওয়া জসীম। তার তিন পুত্র। তাদের মধ্যে মেজো রাতুল গতকাল মাত্র ৩৬ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন।
আজ সোমবার সকালে বনানী কবরস্থানে বাবা জসীমের কবরে চিরনিদ্রায় শায়িত হয়েছেন রাতুল। তাকে দাফনের পর কান্নায় ভেঙে পড়েন দুই ভাই এ কে সামী ও এ কে রাহুল। উপস্থিত আত্মীয়স্বজন তাদের নিয়ন্ত্রণ করে বাসায় নিয়ে যান।
পরে ফেসবুকে ছোট ভাইকে নিয়ে এ কে সামী লেখেন, ‘আমি মাত্রই ছোট ভাইটাকে সমাহিত করে এলাম।’
আরেক ভাই এ কে রাহুল ফেসবুকে রাতুলের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘আমার ভাইটার বুকে আমার হাত।’
রাতুল রক ব্যান্ড ‘ওউন্ড’র ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দ প্রকৌশলী ছিলেন। শ্রোতাদের মধ্যে ব্যান্ডটির আলাদা পরিচিতি রয়েছে। ২০১৪ সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘ওয়ান’ ও ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ প্রকাশিত হয়েছে। ২০২১ সালে প্রকাশিত হয়েছে ইপি ‘এইটিন’।
রাতুল অন্য ব্যান্ডেও কাজ করেছেন। তিনি অর্থহীনের ‘ফিনিক্সের ডায়েরি-১’-এর সাউন্ডের কাজ করেছেন। এছাড়াও ‘ট্রেনরেক’ ও ‘পরাহো’ ব্যান্ডের সঙ্গেও কাজ করেছেন।
তার মৃত্যুতে ফেসবুকে ঢাকার ব্যান্ড ও শিল্পীদের অনেকেই শোক জানিয়েছেন।
প্রসঙ্গত, রাতুলের মতোই তার দুই ভাই সামি ও রাহুলও ব্যান্ড সংগীতের সঙ্গে যুক্ত।
এমআই/এলআইএ/এমএস