অবশেষে আসছে মাইলস্টোন ট্র্যাজেডিতে মুক্তি পেছালো সিনেমা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৪ পিএম, ২৯ জুলাই ২০২৫

গত কোরবানি ঈদের আলোচিত মার্ডার মিস্ট্রি ঘরানার সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’। অবশেষে এটি ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে। কথা ছিল ২৪ জুলাই থেকেই ওটিটিতে দেখা যাবে এই সিনেমা। তবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে মুক্তি স্থগিত করা হয়েছিল।

গতকাল (২৮ জুলাই) সোমবার সিনেমার নতুন মুক্তির তারিখ জানালো ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ। আগামী ৩১ জুলাই থেকে দর্শক সিনেমাটি ঘরে বসেই উপভোগ করতে পারবেন।

সিনেমার নির্মাতা সানী সানোয়ার এশা মার্ডারকে নির্মাণ করেছেন একটি টানটান রহস্যময় খুন ও তদন্তের গল্প ঘিরে। কাহিনিতে দেখা যায়, একই জেলায় তিনজন নারী ধর্ষণ ও খুনের শিকার হন। এসব ঘটনার তদন্তে নামে পুলিশ কর্মকর্তা লিনা। এই চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।

এটি প্রথমবারের মতো বাঁধনের কোনো পুলিশ চরিত্রে অভিনয়। চরিত্রটির বাস্তবধর্মী উপস্থাপনার জন্য তিনি দিয়েছেন সর্বোচ্চ মনোযোগ।

সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর শুরুতে দর্শক টানতে একটু সময় নিলেও ধীরে ধীরে প্রশংসা কুড়ায় এবং দর্শক সংখ্যা বাড়তে থাকে।

সিনেমাটিতে বাঁধন ছাড়াও অভিনয় করেছেন ফারুক আহমেদ, মিশা সওদাগর, শরীফ সিরাজ ও পূজা ক্রুজ।

এর আগেও রোজার ঈদের সিনেমাগুলো ঈদের পরপরই ওটিটিতে মুক্তি পেয়েছিল, যা ইতিবাচক সাড়া ফেলেছে। এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান সংশ্লিষ্টরা। এরইমধ্যে কোরবানি ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমাটিও ওটিটিতে মুক্তির ঘোষণা এসেছে। তবে দিন তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

সেদিক থেকে ‘এশা মার্ডার: কর্মফল’ দিয়ে কোরবানির ঈদের সিনেমাগুলোর ওটিটি যাত্রা শুরু হচ্ছে।

এলআইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।