ট্রেলারে জমজমাট তারকাবহুল ‘কুলি’, চমকে দিলেন আমির

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ০৩ আগস্ট ২০২৫

অবশেষে প্রকাশ হলো বহু প্রতীক্ষিত ‘কুলি’ সিনেমার ট্রেলার। রাজিনীকান্তকে দেখা গেল তার পুরোনো ‘বাসা’ দিনের রুদ্ররূপে। এইবার তিনি দেবা চরিত্রে। বিপরীতে প্রতিপক্ষ হিসেবে হাজির হয়েছেন দক্ষিণী সুপারস্টার নাগার্জুনা আক্কিনেনি, আর চমকে দিলেন বলিউডের আমির খান।

লোকেশ কানাগরাজ পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘কুলি’ মুক্তি পাচ্ছে ১৪ আগস্ট। তার আগেই এই ট্রেলারে মিলেছে রক্তগরম করা এক ঝলক। রাজিনীকান্তের চরিত্র দেবা এবার লড়বেন সাইমন নামে এক চোরাচালান সিন্ডিকেট প্রধানের সঙ্গে। এই চরিত্রে রূপ দিয়েছেন নাগার্জুনা।

সিনেমার প্লটে রয়েছে বায়ো-ওয়েপন বা জীবাণু অস্ত্র নিয়ে সংঘর্ষ। যা সাধারণ কোনো গ্যাংস্টার গল্প নয় বরং মিশেছে সায়েন্স ফিকশনের ছোঁয়া। এমনকি ট্রেলারে এক ঝলক দেখা গেছে আমির খানকেও। তিনি এক আন্তর্জাতিক অপরাধ সিন্ডিকেটের শীর্ষ ব্যক্তি হিসেবে হাজির হয়ে চমকে দিয়েছেন।

এই ট্রেলারে ইচ্ছাকৃতভাবে ব্যবহার করা হয়েছে রাজিনীকান্তের ‘থালাপতি’ ও ‘বাসা’-র অনুষঙ্গ। ভক্তদের কাছে এটা যেন এক আবেগঘন প্রত্যাবর্তন। সেখানে রাজিনীকান্ত ফিরে এসেছেন তার সেই আইকনিক স্টাইল আর তেজ নিয়ে।

এই সিনেমায় রাজিনীকান্ত, নাগার্জুনা ও আমির খানের সঙ্গে আরও আছেন উপেন্দ্র রাও, শ্রুতি হাসান, সাত্যারাজ, সৌবিন সাহির, চার্লে, রেবা মনিকা জন প্রমুখ। এই বিশাল কাস্টিং আরও আকর্ষণ বাড়িয়েছে সিনেমাটির আইটেম গানে পুজা হেগড়ের নাচ।

এলআইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।