জুবিন গার্গের শেষ চিঠি প্রকাশ্যে আনলেন তার স্ত্রী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ০২ নভেম্বর ২০২৫
শেষ সিনেমা দেখতে গিয়ে অসুস্থ জুবিনের মুখাগ্নি করা সেই বন্ধু

আসামের অকাল প্রয়াত গায়ক, সুরকার ও অভিনেতা জুবিন গার্গের শেষ চলচ্চিত্র ‘রই রই বিনালে’ মুক্তি পেয়েছে। আসামের প্রেক্ষাগৃহে মুক্তির পর দারুণ সাড়া ফেলেছে এটি। এদিকে সে ছবির মুক্তির ঠিক আগে জুবিনের স্ত্রী গরিমা শইকীয়া গার্গ একটি হস্তলিখিত চিঠি শেয়ার করেছেন।

গরিমা ইনস্টাগ্রামে জুবিনের একটি স্কেচ ও তার লেখা হস্তলিখিত বার্তা পোস্ট করেছেন। বার্তায় লেখা ছিল, ‘Roi Roi Binale. Mur notun cinema. Sabole aahibo. ‘Morom’. Zubeen da’। এর বাংলা অর্থ করলে দাঁড়ায়, ‘আমার নতুন সিনেমা। সবাই আসবেন। ‘ভালোবাসাসহ’। জুবিন দা।’

আরও পড়ুন
শেষবারের মতো পর্দায় জুবিন, আসামজুড়ে অনুরাগীদের কান্না
শেষ সিনেমা দেখতে গিয়ে অসুস্থ জুবিনের মুখাগ্নি করা সেই বন্ধু

গরিমা এতে ক্যাপশন হিসেবে লিখেছেন, ‘১৫ সেপ্টেম্বর তুমি যেসব চিঠি লিখেছিলে…’

তবে গরিমার কণ্ঠস্বরের শোক ও বিভ্রান্তি এখানেই থেমে থাকেনি। আরও কয়েকটি লাইনে তিনি লিখেছেন, ‘প্রতিটি শব্দ হৃদয়কে আঘাত করে, গোল্ডি! কিন্তু সবকিছুর মাঝে ফাঁকা বুকে এক ধরনের জ্বলন আছে। আরেকটি প্রশ্ন, ১৯ সেপ্টেম্বর কি ঘটেছিল? কিভাবে, কেন? আমি জানি না কোথায় শান্তি আছে। কিন্তু এই উত্তর না পাওয়া পর্যন্ত শ্বাস নিতে ইচ্ছে করছে না।’

জুবিনের শেষ চলচ্চিত্র ‘রই রই বিনালে’ গেল শুক্রবার আসমে মুক্তি পেয়েছে। পিটিআই অনুসারে, আগামী সপ্তাহের প্রতিটি শোর টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। প্রচুর চাহিদার কারণে আরও প্রদর্শনী যোগ করা হয়েছে। কিছু থিয়েটারে দিনে সাতটি শো পর্যন্ত আয়োজন করা হচ্ছে। প্রথম শো ভোর ৪টা ৪৫ মিনিটে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলছে শেষ শো।

চলচ্চিত্রটিতে জুবিন একজন অন্ধ সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন। ‘রই রই বিনালে’-তে ১১টি গান রয়েছে। সবগুলো গান জুবিন নিজেই রচনা করেছেন।

এলআইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।