শখের নতুন রিলেশনশিপ


প্রকাশিত: ০৩:০৮ এএম, ০৪ জানুয়ারি ২০১৫

ইংরেজি নতুন বছরে নতুন ধারাবাহিক নাটক, নতুন নতুন বিজ্ঞাপন এবং নতুন চলচ্চিত্র বছরের শুরুতেই তিনি দর্শকদের উপহার দিতে যাচ্ছেন। তাই গত ২০১৪ সালের চেয়ে এ বছরটা তার ক্যারিয়ারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী। ২০১২ সালে সর্বশেষ শখ পল্লব বিশ্বাসের পরিচালনায় ‘রিলেশনশিপ’ ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন। এরপর আর নতুন কোন ধারাবাহিকে তাকে দেখা যায়নি।

সম্প্রতি সাগর জাহানের রচনা ও পরিচালনায় তিনি অভিনয় করেছেন ‘মধ্যবিত্ত সুখ অসুখ’ ধারাবাহিক নাটকে। নাটকের কেন্দ্রীয় দুটি চরিত্রের একটিতে তাকে দেখা যাবে। এরই মধ্যে নাটকটির বেশ কিছু পর্বের শুটিংয়ে অংশ নিয়েছেন শখ।

তিনি বলেন, তার নতুন এই ধারাবাহিক নাটকটির নাম পরিবর্তন করা হতে পারে। এদিকে নতুন বছরের দ্বিতীয় দিনে শখ একটি বহুজাতিক কোম্পানির পণ্যের বিজ্ঞাপনে মডেল হয়ে কাজ করেছেন। এটি নির্মাণ করেছেন এ জাবির রাসেল।

শখ সর্বশেষ অমিতাভ রেজা ও সনক মিত্রের নির্দেশনায় ‘প্যারাস্যুট’ ও ‘তিব্বত’র বিজ্ঞাপনে মডেল হয়ে কাজ করেছিলেন। দুটি বিজ্ঞাপনেই তাকে গত বছরজুড়ে রেখেছে আলোচনায়।

শখ আরও জানান, চলতি সপ্তাহেই তিনি নতুন চলচ্চিত্রে নাম লেখাতে যাচ্ছেন। দর্শকপ্রিয় এই মডেল সর্বপ্রথম প্রয়াত পরিচালক এম বি মানিকের নির্দেশনায় ‘বলো না তুমি আমার’ চলচ্চিত্রে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে।

এরপর তিনি অভিনয় করেন সানিয়াৎ হোসেন পরিচালিত ‘অল্প অল্প প্রেমের গল্প’ চলচ্চিত্রে। এটি গত বছর মুক্তি পায়। চলচ্চিত্রটি যারা দেখেছেন সবাই শখ ও নিলয়ের অভিনয়ের বেশ প্রশংসা করেছেন।

অন্যদিকে নতুন ধারাবাহিক, নতুন বিজ্ঞাপনে কাজ করার পাশাপাশি আসছে ভালবাসা দিবস উপলক্ষে শখ বেশ কিছু খণ্ড নাটকেও কাজ করবেন। এরই মধ্যে তিনি মাবরুর রশীদ বান্নাহর নির্দেশনায় একটি খণ্ড নাটকে কাজ করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।