অর্জুন হিংসা করছে সোনাক্ষীকে


প্রকাশিত: ০৪:০৮ এএম, ০৪ জানুয়ারি ২০১৫

বলিউড অভিনেতা অর্জুন কাপুর সম্প্রতি তার বাবা বনি কাপুরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। অভিযোগটি হচ্ছে বনি তার সন্তান অর্জুনের চাইতেও নাকি আরেকজনকে বেশি ভালোবাসেন! আর এই ভাগ্যবান ব্যক্তিটি হচ্ছে সোনাক্ষী সিনহা।

সোনাক্ষী বর্তমানে অর্জুনের বিপরীতে ‘তেভার’ ছবিতে কাজ করছেন। আর এই ছবির প্রযোজক বনি কাপুর। আর এই অভিযোগ প্রত্যাখ্যানও করতে পারছেন না বনি। কারণ সোনাক্ষী নিজেই যে স্বীকার করেছেন এই কথা! সোনাক্ষী বলেন, ‘অর্জুনের অভিযোগ সঠিক! আমারও মনে হয় আঙ্কেল ওর চেয়ে আমাকেই বেশি ভালোবেসেন। অর্জুনের জন্য একটু খারাপই লাগছে! কিন্তু কি আর করা!’

অবশ্য এর জন্য যে সোনাক্ষীকে অর্জুন হিংসা করছে ব্যাপারটা কিন্তু মোটেও তেমন নয়। অর্জুন বলেন, ‘বাবা, সত্যিই আমার চাইতে ওকেই বেশি ভালোবাসেন। সোনাক্ষী আমার বাবার খুবই পছন্দের একটি মেয়ে। বাবা ওকে বেড়ে উঠতে দেখেছেন। সোনাক্ষীর ব্যক্তিত্বকে বাবা পছন্দ করেন।’

অর্জুনের মুখের কথা কেড়ে নিয়ে সোনাক্ষী বলেন, ‘আঙ্কেল সবসময়ই সেটে আমার অনেক যত্ন নিয়েছে। খেয়াল রেখেছেন কখন আমার কি দরকার। আমাকে অনেক উপদেশও দিয়েছেন কিভাবে আমার কাজ করা উচিত। আমিও আঙ্কেলকে অনেক ভালোবাসি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।