নতুন বছরের সেরা ১০ সিনেমা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:৩২ এএম, ০৪ জানুয়ারি ২০১৫

প্রযোজক সমিতির তালিকা অনুযায়ী ২০১৪ সালে মুক্তি পেয়েছিল ৭৬টি ছবি। হল এবং টেলিভিশনে ওয়ার্ল্ড প্রিমিয়ারসহ সবমিলিয়ে সংখ্যা হবে ৮০টির মতো। এদিকে নতুন বছর নিয়েও ঢালিউডে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। শোনা যাচ্ছে, গত বছরে শ্যুটিং শুরু হওয়া বেশ কিছু সিনেমা মুক্তি পাবে নতুন বছরে। টাইম লাইনে থাকা নতুন ২০ সিনেমার কথাই এই প্রতিবেদনে তুলে ধরা হলো-

রোমিও ভার্সেস জুলিয়েট
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ-এর যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে `রোমিও ভার্সেস জুলিয়েট`। অশোক পতি ও আব্দুল আজিজ পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন মাহিয়া মাহি, অঙ্কুশ হাজরা। এটি ১৬ জানুয়ারি মুক্তি পাবে বলে জানা গেছে। এর আগে অশোক পতি ও অনন্য মামুন পরিচালিত `আমি শুধু চেয়েছি তোমায়` ব্যাপক সাফলতা পায়।


জিরো ডিগ্রি
অনিমেষ অাইচ পরিচালিত `জিরো ডিগ্রি` ছবিটিও মুক্তি পাচ্ছে বছরের প্রথম দিকেই। এটি প্রযোজনা করেছেন অভিনেতা মাহফুজ আহমেদ। অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, দিলরুবা ইয়াসমিন রুহি, জয়া আহসান। এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত ছবিটির ট্রেইলার দর্শকমহলে সাড়া ফেলতে সক্ষম হয়েছে।


সুইটহার্ট
গত বছর অালোচনায় ছিল ওয়াজেদ আলী সুমন পরিচালিত `হিটম্যান`। বাণিজ্যিক ছবির সফল এই পরিচালক গত বছরের শেষের দিকে নির্মাণ শুরু করেন বিগবাজেটের `সুইটহার্ট`। ছবিতে ভিন্নমাত্রা যোগ করতে তিনি কাস্টিং করেন লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা সাহা মিমকে। বাপ্পির বিপরীতে মিমের রসায়ন দেখার জন্য দর্শকের চাহিদা একটু বেশিই থাকবে। সেই সঙ্গে এই ছবিটির মাধ্যমে দীর্ঘদিন পর অভিনয়ে ফিরেছেন নায়ক রিয়াজ।


ইটিশ পিটিশ প্রেম
মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত `ইটিশ পিটিশ প্রেম` মুক্তি পাবে বছরের মাঝামাঝিতে। সাইমনের বিপরীতে এই ছবিতে নবাগত নায়িকা প্রিয়ন্তীকে দেখা যাবে। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে শুরু হয় এর শুটিং। গত বছরের শেষ দিকে ছবিটির সবকাজ শেষ হলেও মুক্তি দেওয়া হবে এ বছরের মাঝামাঝি সময়ে। অার এটি একটি কমেডি নির্ভর চলচ্চিত্র।


এক পৃথিবী প্রেম
`হৃদয়ের কথা`খ্যাত পরিচালক এস এ হক অলিক গত বছরের শেষের দিকে ঘটা করে নির্মাণ শুরু করেছেন তার নতুন ছবি `এক পৃথিবী প্রেম`। এ ছবির মাধ্যমে র‌্যাম্প মডেল দিয়ে উঠে অাসা আইরিনের সঙ্গে জুটি হয়েছেন নবাগত আসিফ। প্রেম-ভালোবাসার নানামুখী দিকই এই ছবির মুখ্য বিষয়।


ব্ল্যাকমেইল
অনন্য মামুন পরিচালিত প্রথম ছবি ছিল `মোস্ট ওয়েলকাম`। অনন্ত জলিল-বর্ষা অভিনীত ছবিটি ব্যাপক সাড়া ফেলে। এরপর মামুন কলকাতার অশোক পতির সঙ্গে যুক্ত হয়ে নির্মাণ করেন যৌথ প্রযোজনার ছবি `আমি শুধু চেয়েছি তোমায়`। গত বছরের সর্বাধিক ব্যবসা সফল ছবির তালিকায় প্রথম সারিতে স্থান করে নেয় এটি। ২০১৫ সালে মুক্তি পাবে তার পরিচালিত `ব্ল্যাকমেইল`। এর শ্যুটিং গত বছরেই শেষ হয়। এখন শুধু মুক্তির জন্য দিন গুনছে। আনিসুর রহমান মিলন, ববি হক ও মৌসুমি হামিদ অভিনীত এই ছবিটিও দর্শকদের টানতে পারবে বলে মনে করেন সিনেমা সংশ্লিষ্টরা।


মেন্টাল
শামিম আহমেদ রনি পরিচালিত `মেন্টাল` ছবিটিও নির্মিত হচ্ছে বিগবাজেটে। এর মাধ্যমে প্রথমবারের মতো বাণিজ্যিক ছবিতে নাম লেখান ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তিশা। কণ্ঠশিল্পী পড়শিকেও দেখা যাবে নায়িকা চরিত্রে। আর এদের বিপরীতে থাকছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। অাছেন নায়িকা আঁচলও।


ওয়ার্নিং
সাফি উদ্দীন সাফি পরিচালিত `ওয়ার্নিং` ছবির শুটিং শেষ অনেক আগেই। গত বছরের ঈদুল আজহায় ছবিটি মুক্তির কথা থাকলেও ছবিটি মুক্তি পাচ্ছে ৯ জানুয়ারি। আরিফিন শুভ, মাহিয়া মাহি অভিনীত এই ছবিটিও বেশ সাড়া ফেলবে বলে শোনা যাচ্ছে।


ছুঁয়ে দিলে মন
ছোট পর্দার নির্মাতা শিহাব শাহিন প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালনায় নাম লেখান `ছুঁয়ে দিলে মন` ছবি পরিচালনার মাধ্যমে। লাক্স তারকা মম ও আরিফিন শুভ অভিনীত এই ছবিটির ট্রেইলারটিও দর্শক বেশ ভালভাবে গ্রহণ করেছে। এটি সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে।


রান আউট
তন্ময় তানসেন পরিচালিত `রান আউট` ছবিটিও মুক্তি পাবে ২০১৫ সালে। এতে প্রথমবারের মতো আইটেম গানে পারফর্ম করেছেন অালোচিত মডেল নায়লা নাঈম। অার অভিনয় করেছেন সজল নূর, মৌসুমী নাগ।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।