শুটিংয়ে আহত জিৎ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:৩৩ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৫
জিৎ। ছবি: সংগৃহীত

নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকতেই দুঃসংবাদ এলো টালিউড তারকা জিৎ-এর ভক্তদের জন্য। ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ সিনেমার শুটিং সেটে আহত হয়েছেন অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস বাংলা’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুটিং চলাকালীন জিৎ-এর হাতে চোট লাগে। তবে ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে জিৎ ও ছবির পরিচালক পথিকৃৎ বসু কোনো তথ্য জানাননি। শুধু জানা গেছে, আপাতত সিনেমার শুটিং বন্ধ রাখা হয়েছে।

‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ সিনেমায় ঐতিহাসিক চরিত্র অনন্ত সিংহের ভূমিকায় অভিনয় করছেন জিৎ। অ্যাকশননির্ভর এই সিনেমায় বাংলাদেশের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক এবং ভারতের কমিউনিস্ট পার্টির রাজনীতিবিদ অনন্ত সিংহের জীবনকাহিনি তুলে ধরা হবে।

আরও পড়ুন:
২৭ বছর পর আবারও ‘বর্ডার’র গর্জন, টিজারে যুদ্ধক্ষেত্রে সানি দেওল 
‘ধুরন্ধর’দেখে অক্ষয় খান্নার প্রশংসায় আমিশা 

২০২৬ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে সিনেমাটির। তবে এখনো নির্দিষ্ট দিন ঘোষণা করা হয়নি। এ সিনেমায় আরও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী। একটি বিশেষ গানে তাকে দেখা যাবে বলে জানা গেছে।

এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।