শততম জন্মদিনের দুদিন আগে মারা গেলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:১৫ পিএম, ০২ ডিসেম্বর ২০২৫
ফরাসি মডেল ও অভিনেত্রী লিসে বোর্দিন ৯৯ বছর বয়সে মারা গেছেন

শততম জন্মদিনের আনন্দ আর দেখা হলো না তার। মাত্র দুইদিন আগেই থেমে গেল দীর্ঘ সৃজনশীল জীবনের পথচলা। ফরাসি মডেল ও অভিনেত্রী লিসে বোর্দিন ৯৯ বছর বয়সে চিরবিদায় নিলেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা।

গত ২৮ নভেম্বর ল্যাবাস্টাইড ডি’আর্মাগনাকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লিসে।

১৯২৫ সালের ৩০ নভেম্বর অ্যালিয়ারের নেরিস-লেস-বেইনসে জন্ম নেওয়া বোর্দিন ক্যারিয়ার শুরু করেছিলেন একজন মডেল হিসেবে। ৫০-এর দশকে তিনি দ্রুতই নজর কাড়েন দর্শক ও নির্মাতাদের। বিলি ওয়াইল্ডার নির্মিত জনপ্রিয় রোমান্টিক কমেডি ‘লাভ ইন দ্য আফটারনুন’- এ অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেন এই অভিনেত্রী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

১৯৫৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য রিভার গার্ল’ সিনেমায় তিনি একজন ম্যাগাজিন সম্পাদকের চরিত্রে অভিনয় করেন। পাশাপাশি ‘ইট হ্যাপেনস ইন রোমা’ এবং ‘ডিশনোরেবল ডিসচার্জ’- এ একই ধরনের চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়। ওয়াইল্ডার ও আইএএল ডায়মন্ডের লেখা প্যারিসভিত্তিক ‘লাভ ইন দ্য আফটারনুন’ ছবিতে মার্কিন অভিনেতা ফ্রাঙ্ক ফ্ল্যানিগানের বিপরীতে দেখা যায় লিসে বোর্দিনকে।

যুক্তরাষ্ট্রে অ্যালাইড আর্টিস্টস কর্তৃক মুক্তি পাওয়া এই সিনেমাটি যদিও বাণিজ্যিক সাফল্য পায়নি তবে ইউরোপে ব্যাপক ব্যবসা করেছিল। তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘লে এনফ্যান্টস দে ল’আমোর’, ‘কোয়ে দেস ইলিউশনস’ এবং ‘দ্য লাস্ট ব্লিটজক্রিগ’।

ব্যক্তিজীবনে লিসে বোর্দিন অল্প সময়ের জন্য ব্রাজিলিয়ান শিল্পপতি রবার্তো সিব্রার সঙ্গে দাম্পত্য জীবনে ছিলেন। জীবনের দীর্ঘ অসাধারণ অধ্যায় পেরিয়ে শেষ বয়সে তিনি শান্তিপূর্ণভাবে বিদায় নিলেন।

তার প্রয়াণে চলচ্চিত্রপ্রেমীরা স্মরণ করছেন এক অনবদ্য শিল্পীকে।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।