শেষের পথে চার নায়িকার ‘ট্রাইব্যুনাল’, মুক্তি পাবে ঈদে

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ১০ ডিসেম্বর ২০২৫
শেষের পথে চার নায়িকার ‘ট্রাইব্যুনাল’

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে রায়হান খানের নতুন সিনেমা ‘ট্রাইব্যুনাল’। ইতোমধ্যে ছবিটির প্রায় ৭৫ শতাংশ শুটিং শেষ হয়েছে। বাকি অংশের কাজ ও পোস্ট-প্রডাকশন শেষ করে আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা নির্মাতার।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিচালক।

নির্মাতা জানান, ২০১১ সালে চট্টগ্রামে এক নারীর গায়ে কেরোসিন দিয়ে আগুনে জ্বালিয়ে তাকে পুড়িয়ে মারা হয়েছিল। সেসময় ঘটনাটি সারাদেশে তোলপাড় সৃষ্টি করেছিলেন। সেই ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ট্রাইব্যুনাল’।

এখানে ন্যায়বিচার, নৈতিকতা এবং রাজনৈতিক প্রভাবের জটিল টানাপোড়েন গল্পে তুলে ধরা হবে।

রায়হান খান বলেন, ‘একেবারেই ভিন্ন আঙ্গিকে নির্মিত হচ্ছে ‘ট্রাইব্যুনাল’। শিগগিরই বাকি শুটিং শেষ করব। সবকিছু ঠিক থাকলে ঈদে ছবি মুক্তি দেব। তবে পোস্ট-প্রডাকশন শেষে যদি মনে হয় সময় নেওয়া প্রয়োজন, তাহলে আমরা সময় নেব।’

আরও পড়ুন
ইলিয়াস কাঞ্চনকে দেখতে গেলেন সোনালি দিনের নায়িকা সোনিয়া
কাজাখাস্তানের পর দমের শুটিং এবার দেশে

আগে কেবল নুসরাত ফারিয়ার নাম ঘোষণা করা হলেও এবার জানানো হলো অন্যান্য শিল্পীদের পরিচয়ও।

রায়হান খান আরও জানান, ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় ব্যারিস্টারের ভূমিকায় দেখা যাবে নুসরাত ফারিয়াকে। লন্ডন থেকে গ্র্যাজুয়েশন করা ফারিয়ার চরিত্রটি স্টাইলিশ ও বুদ্ধিমত্তাপূর্ণ। তিনি মামলাটি আসামিপক্ষের হয়ে লড়বেন। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, অশোক ব্যাপারী, রাকিব হোসেন ইভন, উপমাসহ আরও অনেকে।

মৌসুমী হামিদ বলেন, ‘গল্প শুনে রাজি হয়েছি। এমন গল্প আগে পাইনি। এটি মার্ডার-কোর্টরুম ড্রামা। এখানে ২৬ জন সাক্ষী ও একজন প্রতক্ষদর্শী ছিল। সেই প্রতক্ষদর্শীর চরিত্রে আমি অভিনয় করেছি।’

তানিয়া বৃষ্টি এই সিনেমায় যুক্ত হয়ে আনন্দিত। তিনি বলেন, ‘প্রায় ১০ বছর পর সিনেমায় ফিরছি। গল্প ও নির্মাতা-এই দুই কারণে কাজটি করছি। আমার চরিত্রটি দারুণভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি অসাধারণ একটি চলচ্চিত্র হতে যাচ্ছে।’

প্রসঙ্গত, রায়হান খান মূলত সিনেমাটোগ্রাফার, চিত্রনাট্যকার ও নির্মাতা। তিনি বহু জনপ্রিয় নাটকের নির্মাতা ও লেখক। তার চিত্রনাট্যে ‘মৃধা বনাম মৃধা’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০২১ সালে। পরে হইচই-তে তার বানানো ‘দৌড়’ সিরিজটি প্রশংসা অর্জন করে।

 

এমআই/এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।