সুবর্ণা মুস্তাফা এবার এনজিও কর্মী


প্রকাশিত: ০৩:৩৭ এএম, ০৭ জানুয়ারি ২০১৫

অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে এবার এনজিও কর্মীর ভূমিকায় দেখা যাবে। আফসানা মিমি ও রাকেশ বসুর যৌথ পরিচালনায় ‘ডলস হাউজ-২’ নামের ধারাবাহিক নাটকে এনজিও কর্মীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

নাটকের গল্পে দেখা যাবে, তিনি সাগুফতার মা। স্বামীর সঙ্গে আগেই ডিভোর্স হয়ে গেছে তার। মা ও মেয়ের সম্পর্কের টানাপোড়েনে নানা অশান্তিতে কাটে সংসার জীবন।

এ নাটক প্রসঙ্গে সুবর্ণা বলেন, ‘আমাদের সংসার জীবনে এমন অনেক অশান্তি হয়। যা আমাদের সন্তানের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। প্রত্যেক বাবা-মাকে সন্তানের মন বোঝা উচিত। এ নাটকে অভিনয় করে ভালো লাগছে। নাটকটি শিক্ষামূলক। আশা করি দর্শকরা উপভোগ করবেন।’ নাটকটি এটিএন বাংলায় নিয়মিত প্রচার হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।