সালমান-কারিনার সেলফি
সেলফি জ্বরে কাঁপছে সারা দুনিয়ার মানুষ। সালমান-কারিনাই বা বাদ যাবে কেন! ইন্টারনেটে একটি ছবি খুব শেয়ার হচ্ছে কয়েকদিন ধরে। ছবিটিতে কারিনাকে এক হাতে ধরে রেখে আরেক হাত দিয়ে সেলফি তুলছেন সালমান খান। 
বডিগার্ডের পর এবার ‘বজরঙি ভাইজান’ সিনেমা নিয়ে একসঙ্গে উপস্থিত হচ্ছেন বলিউডের তুমুল জনপ্রিয় এই দুই তারকা।
গত বছরের ৪ নভেম্বর দিল্লিতে যমুনা নদীর তীরে জামে মসজিদ এলাকায় ছবিটির কাজ শুরু হয়েছে। সেখানেই কারিনাকে নিয়ে নিজের মুঠোফোনে সেলফি তোলেন সালমান।‘বজরঙি ভাইজান’ ছবির গল্প মুসলিম ছেলে ও হিন্দু মেয়ের প্রেমকে ঘিরে। ছবিটি মুক্তি পাবে এবছর রোজার ঈদে।