এক মোড়কে অর্ধশতক গান নিয়ে বন্যা


প্রকাশিত: ০৩:২০ এএম, ১১ জানুয়ারি ২০১৫

এক মোড়কে ৫০টি গান নিয়ে আসছেন রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। অ্যালবামের নাম `গীতপঞ্চাশিকা`। বিভিন্ন সময়ে গাওয়া নিজের পছন্দের গানের সঙ্গে নতুন কিছু গান নিয়ে তৈরি অ্যালবামটি প্রকাশ করছে ইমপ্রেস অডিও ভিশন। পাঁচটি সিডিতে থাকবে গানগুলো।

সোমবার দুপুরে চ্যানেল আই প্রাঙ্গণে অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. আনিসুজ্জামান। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, `বিভিন্ন সময় অনেকেই আমার পছন্দের ও প্রিয় গানগুলো একসঙ্গে প্রকাশের অনুরোধ জানিয়েছেন। ইমপ্রেস অডিও ভিশনের উদ্যোগে তাঁদের সেই চাওয়া পূরণ হচ্ছে বলে ভালো লাগছে।`

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।