গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড শুরু


প্রকাশিত: ০৭:২১ এএম, ১২ জানুয়ারি ২০১৫

শুরু হয়ে গিয়েছে অ্যাওয়ার্ডের মৌসুম। বছরের শুরুতেই কলাকূশলীদের ‘নাওয়াজা গ্যায়া’ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে। ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে বসেছিল চাঁদের হাট। আসুন সবার আগে দেখে নেওয়া যাক কার কার ঝুলিতে পড়ল সেরার তকমা।

সিনেমা
সেরা ছবি: ‘বয়হুড’ , রিচার্ড লিঙ্কল্যাটার।
সেরা পরিচালক: রিচার্ড লিঙ্কল্যাটার, ‘বয়হুড’।
সেরা অভিনেতা: এডি রেডমাইনি, ‘দ্য থিওরি অফ এভরিথিং’।
সেরা অভিনেত্রী: জুলিয়্যানি মুর, ‘স্টিল এলিস’।
সেরা সহ অভিনেতা: জেকে সিমন, ‘হুইপ্ল্যাশ’
সেরা সহ অভিনেত্রী: প্যাট্রিসিয়া , ‘বয়হুড’।


কমেডি
সেরা ছবি: ‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’, পরিচালক:ওয়েস অ্যান্ডারসন।
সেরা অভিনেতা: মাইকেল কিটন, ‘বার্ডম্যান’।
সেরা অভিনেত্রী: অ্যামি অ্যাডামস, ‘বিগ আইস’।


টেলিভিশন
সেরা নাটক: ‘দ্য অ্যাফেয়ার’
সেরা কমেডিয়ান (অভিনেত্রী): জিনা রদ্রিগেজ , ‘জেন দ্য ভার্জিন’।
সেরা কমেডিয়ান (অভিনেতা): জেফ্রি টম্বর, ‘ট্যান্সপারেন্ট’
সেরা অভিনেতা: কেভিন স্পেইসি, ‘হাউস অফ কার্ড’
সেরা অভিনেত্রী: রুথ উইলসন, ‘দ্য অ্যাফেয়ার’
লাইভ টাইম অ্যাচিভমেন্ট: জর্জ ক্লুনি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।