বিতর্কে জড়াল এবার শবর (ভিডিও)


প্রকাশিত: ০৮:০১ এএম, ১২ জানুয়ারি ২০১৫

বিতর্কে জড়াল অরিন্দম শীলের সাম্প্রতিক ছবি ‘এবার শবর’। ছবির সংলাপে জগদ্বন্ধু ইনস্টিটিউশনের নাম নিয়ে মজা করায় ছবিটির বিরুদ্ধে অবমাননার অভিযোগ আনল স্কুল কর্তৃপক্ষ। এ বিষয়ে পরিচালকের কাছে একটি চিঠিও পাঠাতে চলেছে কর্তৃপক্ষ।

ছবিতে শবর দাশগুপ্তর সহকারীর ভূমিকায় অভিনীত চরিত্রটিকে বাংলা মিডিয়ামে পড়াশোনা করা ছেলে হিসেবে দেখানো হয়েছে। ফলত তিনি ইংরেজিতে কাঁচা। তাই নিয়ে কয়েকটি দৃশ্যে মজাও করেছে শবর। ছবিতে এই চরিত্রটিতে অভিনয় করেছেন শুভ্রজিৎ দে। এইসব দৃশ্যে জগদ্বন্ধু ইনস্টিটিউশনের নাম ব্যবহার করা নিয়েই বেঁধেছে বিতর্ক। স্কুল কর্তৃপক্ষের দাবী, এতে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। সেই অভিযোগ জানিয়ে পরিচালকের কাছে একটি চিঠিও পাঠানো হবে বলে জানা গেছে।

যদিও পরিচালকের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও বিশেষ প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ণ করা উদ্দেশ্য ছিল না। বাংলা মিডিয়ামের একটি স্কুল হিসেবেই এই নামটি বেছে নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের ভাবাবেগকে আঘাত করা কোনওভাবেই কাম্য ছিল না। যে কোনও একটা স্কুলের নাম হিসেবেই এই নামটি বেছে নেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।