টেলিভিশনে বেতারের নাটক


প্রকাশিত: ০৪:৩৪ এএম, ১৪ জানুয়ারি ২০১৫

নাট্যব্যক্তিত্ব মমতাজউদদীন আহমদের লেখা বেতারের নাটক `ফিরে এসো সজনী` টেলিভিশনের জন্য নির্মাণ করেছেন কৌশিক শংকর দাশ। এটি নাট্যরূপ দিয়েছেন মনসুর রহমান চঞ্চল।

নাটকটিতে অভিনয় করেছেন জিতু আহসান, শারমীন জোহা শশী, শারলীন ফারজানা, কাজী উজ্জল ও হারুন অর রশীদ। আগামী ১৮ জানুয়ারি মমতাজউদদীন আহমদের ৮০তম জন্মদিন। ওই দিন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে নাটকটি এনটিভিতে রাত ৯টায় প্রচার হবে।

`ফিরে এসো সজনী` নাটকের গল্পে দেখা যাবে, ৫০-এর কোঠায় পৌঁছানো লেখক কাজল মাহমুদের সঙ্গে তার কম বয়সী স্ত্রী সজনীর মানসিক দ্বন্দ্ব, বয়সের ব্যবধানের কারণে বোঝাপড়ার অভাব, আগের দুই স্ত্রী পাখি ও সন্ধ্যার সঙ্গে সজনীকে নিয়মিত তুলনার কারণে দাম্পত্য কলহ নিয়ে এগিয়ে চলে গল্পটি।

`ফিরে এসো সজনী` বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে গত বছরের শুরুতে প্রচার হয়েছিল। অভিনয় করেছিলেন মোস্তাফা কামাল সৈয়দ ও ফারহানা মিঠু।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।