সেরা নাচিয়ে এথিনার আত্মহত্যা!


প্রকাশিত: ০২:২১ পিএম, ১৪ জানুয়ারি ২০১৫

চ্যানেল আই এর সেরা নাচিয়ে টপ সেভেন হুরে জান্নাত এথিনা (১৪) আত্মহত্যা করেছে। রংপুরের পীরগঞ্জে বুধবার দুপুরে গলায় রশি দিয়ে সিলিং ফ্যানের সাথে সে আত্মহত্যা করে বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

জানা গেছে, বাবার চাকরির জন্য গত এক যুগ ধরে সে পীরগঞ্জে বাস করছিল। স্থানীয় আদর্শ বহুমুখি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল এথিনা। সম্প্রতি এসএসসির টেষ্ট পরীক্ষায় জিপিএ ৫ নিয়ে স্কুলে প্রথম হয় এথিনা।
 
এথিনার বাবা রংপুরের পীরগাছা উপজেলার ফকিরপাড়ার আলমগীর হোসেন বর্তমানে দিনাজপুরের বড়পুকুরিয়ায় ব্র্যাক এনজিওতে কর্মরত। দুই কন্যাসহ এথিনার মা মাশাহরিয়া সুলতানা লাভলী থাকেন পীরগঞ্জে।
 
পুলিশ জানায়, এথিনার ছোট বোন অলিভকে সঙ্গে নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে মা স্কুল থেকে বাসায় ফিরে দেখেন ঘরের দরজা-জানালা বন্ধ। এথিনাকে ডাকাডাকির এক পর্যায়ে কেউ একজন প্রাচীর টপকে বাসার মেইন গেট খুললে মেয়েকে ঝুলতে দেখেন তিনি।
 
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক এথিনাকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম জিয়াউল ইসলাম ও ওসি ইসরাইল হোসেন বিকেলে ঘটনাস্থল পরির্দশন করেন।
 
ওসি জানান, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনে আবেদন করেছেন এথিনার বাবা আলমগীর হোসেন। উল্লেখ্য, চ্যানেল আই সেরা নাচিয়ে টপ সেভেন হন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।