অপরাজেয় বাংলার মডেল তিন তারকা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:০৭ এএম, ০২ আগস্ট ২০১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত দেশের অন্যতম ভাস্কর্য ‘অপরাজেয় বাংলা’। এটি নির্মাণ করেন মুক্তিযোদ্ধা ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ। বিভিন্ন সময়ে মানুষ অপরাজেয় বাংলাকে ঘিরে আবর্তিত হয়েছে, এর পাদদেশে সমাবেশ করে এই ভাস্কর্যকে একটি মঞ্চে পরিণত করেছে। এই ভাস্কর্য পরিণত হয়েছে তারুণ্যের চালিকাশক্তিতে। স্বাধীনতার চেতনাকে জাগরুক রেখে, মাতৃভূমির প্রতি শর্তহীন ভালোবাসার পুনর্জাগরণ ঘটিয়ে এবং জনগণের অপরাজেয় চেতনাকে রক্ষা এবং সবার উপরে তুলে ধরার প্রতিজ্ঞা মনে করিয়ে দিয়েছে মানুষকে।

ভাস্কর্যটির মডেল হয়েছিলেন আর্ট কলেজের ছাত্র মুক্তিযোদ্ধা বদরুল আলম বেনু। থ্রি নট থ্রি রাইফেল হাতে সাবলীল ভঙ্গিতে দাঁড়ানো অপর মূর্তির মডেল ছিলেন সৈয়দ হামিদ মকসুদ ফজলে। আর নারী মূর্তির মডেল ছিলেন হাসিনা আহমেদ। পাশ দিয়ে যাওয়ার সময় আপনা থেকেই বাঙালির হৃদয় নত হয় এই ভাস্কর্য দেখে।

সেই ভাস্কর্যের মডেল হয়ে এবার হাজির হচ্ছেন তরুণ তিন অভিনয়শিল্পী। তারা হলেন- তৌসিফ মাহবুব, স্পর্শিয়া ও শামীম হাসান সরকার। ইমরাউল রাফাত নির্মিত নতুন ধারাবাহিক ‘তরুণ তুর্কি’ নাটকের প্রমোতে এভাবেই দেখা যাবে তাদের।

আর এই বিষয়টি নিজের ক্যারিয়ারের জন্য দারুণ এক প্রাপ্তি বলে মানছেন স্পর্শিয়া। তৌসিফ বেশ আবেগী; বললেন, ‘এমন একটি গল্প নিয়ে নাটকটি করা হয়েছে মুগ্ধ না হয়ে পারা যায় না। পরিচালকের কাছে আমি কৃতজ্ঞ, তিনি আমাকে এই নাটকের জন্য ভেবেছেন। ঐতিহাসিক এবং জাতীয় চেতনার প্রতীক অপরাজেয় বাংলা সবসময়ই আমাদের কাছে বিশেষ কিছু। নাটকের প্রয়োজনে এই ভাস্কর্যের মডেল সেজেছি। এ এক অসাধারণ অনুভূতি।’ অন্যদিকে অ্যালেন শুভ জানালেন, এই কাজটি তার এখন পর্যন্ত করা শ্রেষ্ঠ কাজ। যদিও নাটকে অপরাজেয় বাংলা দৃশ্যটি থাকবে না, তবুও নাটকের গল্প ও নির্মাণের মুন্সিয়ানা হৃদয় ছুঁয়ে যাবে সবার।

নির্মাতা রাফাত বলেন, ‘নাটকে গল্প ও চরিত্রের ভিন্নতা কিংবা বৈচিত্র্যতা নিয়ে দর্শকদের যে অাক্ষেপ ছিলো, তা এখানে কেটে যাবে। সমকালীন অনেক ভাবনা এই নাটকে ফুটিয়ে তোলা হবে। আশা করছি সবাই মিলে ভালো একটি কাজ উপহার দিতে পারবো।’

নাটকটিতে তৌসিফ ছাড়াও অভিনয় করছেন শামীম হাসান সরকার, জোভান, তাসনুভা তিশা, স্পর্শিয়া, সাবেরি আলম প্রমুখ।

এলএ/এএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।