একসঙ্গে অপূর্ব-শিমু


প্রকাশিত: ০২:৪০ এএম, ৩০ জানুয়ারি ২০১৫

নতুন ধারাবাহিক ‘লেক ড্রাইভ লেন’-এর মাধ্যমে জুটি বেঁধে দর্শকদের সামনে হাজির হচ্ছেন অপূর্ব ও সুমাইয়া শিমু। নাটকটি রচনা করেছেন মেজবাহ্ উদ্দিন সুমন এবং নির্দেশনা দিয়েছেন নজরুল ইসলাম রাজু।

নতুন এ ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে সুমাইয়া সিমু বলেন, ‘এই সময়ে এসে আমি নাটকে অভিনয়ের ক্ষেত্রে বিশেষ করে ধারাবাহিক নাটকে একটু চুজি হওয়ার চেষ্টা করছি। এ নাটকের গল্প অনেক ভালো লেগেছে। তাই কাজটি করছি। অপূর্বর সঙ্গে এর আগেও অনেক ধারাবাহিক এবং একক নাটকে অভিনয় করেছি। তার সঙ্গে কাজ করতে সবসময়ই আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। আশা করি নতুন এ ধারাবাহিক নাটকটি দর্শকের ভালো লাগবে।’

অপূর্ব বলেন, ‘অভিনেত্রী হিসেবে সুমাইয়া শিমুর দর্শকপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। যে কোনো চরিত্রে শিমুর সাবলীল অভিনয় দর্শককে মুগ্ধ করে। কোআর্টিস্ট হিসেবে শিমু ভীষণ সহযোগিতা পরায়ণ। নতুন নাটকে আমাদের দুজনকে দর্শক নতুনভাবে দেখবেন।’

১০৪ পর্বের এ ধারাবাহিক নাটকটি ২ ফেব্রুয়ারি থেকে এনটিভিতে প্রতি সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।