প্রথম প্লেব্যাকে প্রতীক-লুইপা


প্রকাশিত: ০৬:২৩ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

প্রয়াত খালিদ হাসান মিলুর ছেলে প্রতীক হাসান প্লেব্যাকে প্রথম দ্বৈতগানে কণ্ঠ দেন ‘টোকাইর হাতে অস্ত্র কেন’ চলচ্চিত্রে শাকিলা জাফরের সঙ্গে।

এরপর কনকচাঁপা, নাজনীন মিমি, ন্যান্সি, পড়শী, পূজাসহ বেশ কয়েকজন শিল্পীর সঙ্গে চলচ্চিত্রে দ্বৈতগানে কণ্ঠ দিয়েছেন তিনি। প্রতীক এবার সেরা কণ্ঠের লুইপার সঙ্গে প্লেব্যাক করেছেন। এ গানটি সংযোজিত হবে সায়মন তারিক পরিচালিত ‘ক্রাইম রোড’ চলচ্চিত্রে। সুদীপ কুমার দীপের রচনায় এর সুর ও সংগীতায়োজন করেছেন আলী আকরাম শুভ।

গানের কথা হচ্ছে ‘না রে না রে মনটা কী পারে, তোকে ছাড়া লাগে লোন্‌লি’। চলতি সপ্তাহে মগবাজারের একটি রেকর্ডিং স্টুডিওতে এটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। পরিচালক সায়মন তারিক জানান, আসছে ২৫শে মার্চ কক্সবাজারে ‘ক্রাইম রোড’ চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।

এমএস/এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।