মুক্তির মিছিলে রত্নার ৩ ছবি (ভিডিও)


প্রকাশিত: ০৮:৫৭ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৫

চিত্রনায়িকা রত্না অভিনীত তিনটি ছবি বর্তমানে মুক্তির মিছিলে রয়েছে। এগুলো হলো `পরান পাখি`, `অরুণ বরুণ কিরণমালা` ও `কঠিন লড়াই`। এরই মধ্যে `অরুণ বরুণ কিরণমালা` ও `কঠিন লড়াইয়ে`র কাজ সম্পন্ন হয়েছে। `পরান পাখি`র শুটিং শেষের পথে।

চলতি বছরের মাঝামাঝি থেকে পর্যায়ক্রমে এ ছবি তিনটি মুক্তি পাবে বলে জানিয়েছেন রত্না। এ প্রসঙ্গে তিনি বলেন, এ ছবি তিনটি নিয়ে আমি অনেক আশাবাদী। এর গল্প-স্ক্রিপ্ট চমৎকার। ঘটনাবিন্যাসেও বৈচিত্র্য রয়েছে। তাই ছবি তিনটির মুক্তির জন্য আমি অধীর আগ্রহে রয়েছি। আশা করি, এগুলোর মাধ্যমে দেশের চলচ্চিত্রপ্রেমীরা ভিন্নধারার ছবি উপভোগ করতে পারবেন।

এদিকে রত্না অভিনয়ের পাশাপাশি এবার পুরোপুরি ব্যবসায় নেমেছেন। এরই মধ্যে তিনি `তামান্না ফিল্মস` নামের একটি প্রযোজনা সংস্থা গড়ে তুলেছেন। নিজের প্রযোজনা সংস্থা থেকে চলতি বছর `সেদিন বৃষ্টি ছিল` শিরোনামের একটি বাণিজ্যিক ছবি মুক্তি দিয়েছেন। এ ছবিতে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করেছেন। রত্নার এ ছবিটি যৌথভাবে পরিচালনা করেন শাহিন-সুমন।



এমএস/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।