শিল্পকলায় ম্যানিফেস্টো অব সিনেমার প্রদর্শনী
বাংলাদেশের চলচ্চিত্রের পোস্টারের ইতিবৃত্ত নিয়ে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘ম্যানিফেস্টো অব সিনেমা’। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে আগামী ৬ মার্চ ২০১৫, বুধবার সন্ধ্যা ৭টায় ৫৬ মিনিট দৈর্ঘ্যের এই প্রামাণ্য চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এই প্রামাণ্য চলচ্চিত্রটি বাংলাদেশের চলচ্চিত্রের পোস্টারের ইতিহাস, বৈচিত্র এবং নান্দনিক প্রয়াসের ওপর গুরুত্ব দিয়ে নির্মিত হয়েছে। চলচ্চিত্রের পোস্টারের গুরুত্ব এবং সময়ের সাথে সাথে এর নানা পরির্বতনের বিভিন্ন দিক ওঠে এসেছে শিল্পী কাইয়ুম চৌধুরী, শিল্পী মুস্তফা মনোয়ার, চলচ্চিত্র নির্মাতা সিবি জামান, চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ, চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ, চলচ্চিত্র নির্মাতা মতিন রহমান, খালেদ মাহমুদ মিঠু, শিল্পী ধ্রুব এষ, নির্মাতা জাকির হোসেন রাজু, শাহাদাৎ হোসেন লিটন, পোস্টার গবেষক বাবুল বিশ্বাস, চলচ্চিত্রের ব্যানার শিল্পী বিদেশ কুমার দর (বি কে ডি) প্রমুখের আলোচনায়।
একইদিনে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি আয়োজিত ‘ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ২০১৩’ এবং ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স ২০১৪’ এর শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি আগামী ৬ মার্চ ২০১৫, বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করবেন অগ্রজ চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকি এবং অগ্রজ চলচ্চিত্রগ্রাহক ও আলোকচিত্রশিল্পী আনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত থাকবেন প্রামাণ্যচলচ্চিত্র নির্মাতা এবং গণমাধ্যম বিশেষজ্ঞ সৈয়দ সাজেদুর রহমান ফিরোজ এবং চলচ্চিত্র গবেষক অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন।
সনদপত্র বিতরণ এবং প্রামাণ্যচলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।
এলএ/আরআই