সিন্ডারেলা মুক্তি পাচ্ছে ১৩ মার্চ
`সিন্ডারেলা`র কথা কে না জানে? কেউ এর গল্পটা না জানলেও নামটা অন্তত জানে এই ভার্চুয়াল দুনিয়ায়। আর এই জানা গল্পকে নতুন রঙে রাঙিয়ে আসছে `সিন্ডারেলা`। আসছে ১৩ই মার্চ কেনেথ ব্রান্যাঘের পরিচালনায় আসছে এই ছবিটি।
মা হারা ছোট্ট মেয়েটিকে দেখে শুনে রাখার জন্য আবারো বিয়ের পিড়িতে বসেন বাবা। তবে কিছুদিন পরেই বাবার মৃত্যু হয়। আদরের মেয়েটি সৎমার চক্ষুশূল হয়। বাইরে খেলা করার আনন্দ পরিত্যাগ করে তাই ঘরের কাজ নিয়ে পড়ে থাকতে হয়। সারাদিন চিমনির পাশেই বসে থাকার কারণে তার সারা গায়ে লেগে থাকে একগাদা ছাই। তাই সৎবোনেরা তার নাম দেয় সিন্ডারেলা।
এখন পর্যন্ত জনপ্রিয় এই রূপকথা নিয়ে তৈরি হয়েছে অনেক চলচ্চিত্র, নাটক। এবারের সিন্ডারোলা ছবিটির প্রযোজনা করছেন ওয়ালট ডিজনি পিকচার্স।
এর আগের সিন্ডারেলা চলচ্চিত্র এভার আফটার সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছিলেন ড্রু ব্যারিমোর। এবার পরিবর্তন থাকছে। এ চরিত্রটিতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী লিলি জেমসকে।
সৎ মায়ের চরিত্রে দেখা যাবে অস্কার জয়ী অভিনেত্রী কেট ব্লানশে কে। বলা হচ্ছে এই ছবিটির আকর্ষণ তিনিই।
সিনেমার বেশীরভাগ দৃশ্য ধারণের কাজ হয়েছে লন্ডনের বাকিংহামশায়ারের বিখ্যাত পাইনউড স্টুডিওতে।
এমজেড/এআরএস/আরআইপি