কিল দ্যা রেপিস্ট এবার ইউটিউবে (ভিডিও)


প্রকাশিত: ০৫:৪৬ এএম, ১১ মার্চ ২০১৫

প্রতিবাদের মুখ যে কখনই থামানো যায় না তা প্রমাণ হল আরও একবার। নির্ভয়ার ওপর তৈরি তথ্যচিত্র নিষিদ্ধ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।

তবে ইউটিউব থেকে তথ্যচিত্র তুলে নেওয়ার আগেই যেভাবে সাড়া পড়ে গিয়েছিল দেশে তা উদ্বুদ্ধ করেছে মুম্বাইয়ের প্রযোজক সিদ্ধার্থ এম জৈনকে। আর তাই নিজের ছবি কিল দ্য রেপিস্ট? দেশে মুক্তির ছাড়পত্র পাওয়ার আগেই ইউটিউবে আপলোড করে দিতে চান সিদ্ধার্থ।

সিদ্ধার্থের সংস্থা আইরক মিডিয়া প্রযোজিত ছবি পরিচালনা করেছেন সঞ্জয় ছেল । চিত্রনাট্যও লিখেছেন তিনি। ২০১২ সালে দিল্লি গণধর্ষণ কাণ্ডের প্রতিক্রিয়ায় এই ছবি তৈরি করেন সিদ্ধার্থ। একটি চেম্বারে এক পুরুষের একসঙ্গে ৩ মহিলাকে ধর্ষণের চেষ্টা নিয়ে ছবি এখনও পায়নি সেন্সর বোর্ডের ছাড়পত্র। ছবি মুক্তির আলো দেখবে কিনা তা এখনও অনিশ্চিত। তাই এপ্রিলের মাঝামাঝি ৯০ মিনিটের এই থ্রিলার ইউটিউবে রিলিজের সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক।

২০১৩ সালের আগস্ট মাসে শুটিং শেষ হয়েছিল কিল দ্য রেপিস্টের । দিল্লি গণধর্ষণের দ্বিতীয় বর্ষে অর্থাৎ ২০১৪ সালের ১৬ ডিসেম্বর ছবি মু্ক্তির সিদ্ধান্ত নিয়েছিল আইরকস। কিন্তু, সেন্সর বোর্ডের পছন্দ হয়নি এই ছবি।

প্রযোজক জানান, ছবির ট্রেলর মুক্তির পরই যেই সাড়া পেয়েছিলাম, আস্তে আস্তে তা কেমন যেন ঝিমিয়ে আসতে থাকে। ইন্ডিয়াস ডটার আবার সেই উৎসাহ ফিরিয়ে এনেছে আমার।



এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।