চুমু দিয়ে নায়ককে চমকে দিলেন স্বস্তিকা (ভিডিও)
কথা নেই বার্তা নেই হুট করে কেউ আপনাকে চুমু দিয়ে বসলে কেমন হবে? নিশ্চয় ভীষণ চমকে যাবেন? ঠিক তাই হয়েছে বলিউডের নতুন ছবি ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’ ছবির সেটে।
এ ছবিতে বলিউডের উঠতি সুপারস্টার সুশান্ত সিং রাজপুত অভিনয় করছেন সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী’র চরিত্রে। আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন টালিগঞ্জের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। ছবিতে একটি চুমুর দৃশ্য রয়েছে। যেখানে স্বস্তিকাকে রাজপুতের ঠোঁটে চুমু দিতে দেখা যাবে।
ওই চুমুর দৃশ্যের সময় নায়ক জানতেন না ছবিতে একটি কিসিং সিন রয়েছে। তিনি শূটিংয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াতেই স্বস্তিকা তাকে কিস করেন। এতে ভড়কে যান তিনি। পরে অবশ্য বুঝতে পারেন তাকে চমকে দিতেই এমনটি করা হয়েছে।
সম্প্রতি ছবির প্রচারে এসে এমন কথাই জানালেন সত্যান্বেষী। তিনি বলেন, ‘আমি জানতামই না ছবিতে চুমুর দৃশ্যে রয়েছে। হঠাৎ স্বস্তিকা যখন আমাকে কিস করতে শুরু করে এতে আমি সত্যি খুব অবাক হয়েছিলাম। কিন্তু দৃশ্যটি শেষ হওয়ার পর আমি জানতে পারি পরিচালক আমার সঙ্গে একটি গেম খেলেছে। পারফেক্ট শট পেতে নাকি এতসব কান্ড। তবে দৃশ্যটির পর আমি অঙ্কিতাকে ফোন করে সবটাই জানাই।’
ওই দৃশ্যের সময় নায়কের পাশে বসে মিটি মিটি হাসছিলেন পরিচালক দিবাঙ্কর। তিনি বলেন, ‘এটা সত্যি এই দৃশ্যটি সম্পর্কে সুশান্ত আগে থেকে কিছুই জানতো না। আমি ওর হতবাক চেহারাটা ক্যামেরায় বন্দি করতে চেয়েছিলাম। আর তাতে আমি ১০০% সফল।’
তিনি আরো জানালেন, এমনি অনেক চমক নিয়ে ৩ এপ্রিল প্রেক্ষাগৃহে আসছে ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’।
এলএ/পিআর