এবার আসছে নারী পিকে


প্রকাশিত: ০৪:০৪ এএম, ১৬ মার্চ ২০১৫

সদ্য ব্যবসা সফল ও সাড়া জাগানো ছবি মিঃ পারফেকশনিস্ট আমির খানের `পিকে` ছবিটি নিয়ে আলোচনার রেশ এখনো কাটেনি। এই ছবিতে ভগবান হে কাঁহা রে তু….’ মেট্রো স্টেশন থেকে শুরু করে মেলা, বাজার সব জায়গায় ভগবানকে খুঁজে ফিরেছেন আমির। কিন্তু এবার ভগবান নয় নায়িকা খুঁজছেন আমির।

‘পিকে’-এর আদলে ধর্মকে হাতিয়ার করে একটি ছবি প্রযোজনা করতে চলেছেন আমির। আর শোনা যাচ্ছে, এই ছবিতে মূল চরিত্রে থাকবেন একজন নারী। তবে বলিউডের পরিচিত মুখ নয়, এই ছবির জন্য সম্পূর্ণ নতুন মুখ চাইছেন মিস্টার পারফেকশনিসষস্ট। তাই আপাতত খোঁজ চলছে নারী পিকের।

তবে পিকে ও এই ছবির মধ্যে সূক্ষ্ম একটি পার্থক্য আছে। রাজকুমার হিরানি ‘পিকে’-তে হিন্দু ধর্মের কুসংস্কার ও অন্ধবিশ্বাস নিয়ে কাঁটাছেড়া করেছেন। আর এই ছবিতে আমির আঘাত করতে চলেছেন গোঁড়া মুসলিমদের গোঁড়ামিকে।

ছবিটি মূলত একটি মুসলিম মেয়ের স্বপ্ন পূরণের কাহিনি। যেখানে দেখানো হবে ধর্ম কিভাবে তাঁর স্বপ্নের পথে বাঁধা হয়ে পড়ে, আর তা নিয়েই এগিয়েছে ছবির গল্প।

তবে ‘পিকে’-এর মতো এটা বিগ বাজেটের ছবি নয়। আমিরের এই ছবির বাজেট খুব কম।

এমজেড/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।