মাথায় ছাদ ভেঙে পড়লেও অক্ষত জেমস বন্ড!


প্রকাশিত: ০৯:০২ এএম, ২৬ মার্চ ২০১৫

রুপালি পর্দায় একের পর এক দু:সাহসিক অভিযান করে বেড়ান জেমস বন্ড। সেই অভিযানের পথে টপকে যান জীবনের ঝুঁকিকেও। তাই বলে বাস্তবেও সুপারম্যানগিরি দেখাবেন বন্ড চরিত্রে অভিনয় করা ড্যানিয়েল ক্রেগ!

বন্ড সিরিজের শেষ ছবির শুটিং করতে গিয়ে একেবারে আস্ত একটা ছাদ ভেঙে পড়ল মাথায়। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দেওয়াল। তবু অক্ষত রইলেন নায়ক। ময়লা-ধুলো ঝেড়েই নেমে গেলেন ভিলেনদের জব্দ করতে।

মেক্সিকো সিটিতে জেমস বন্ড সিরিজের নতুন সিনেমা স্পেকটারের শ্যুটিংয়ে এমন দৃশ্যই দেখা গেল সম্প্রতি। নীল রঙের কোর্ট পরে ক্রেগ দিয়ে গেলেন একের পর এক পারফেক্ট শট।

প্রসঙ্গত, কাল্পনিক ব্রিটিশ স্পাই জেমস বন্ড - যার স্রষ্টা হচ্ছেন ঔপন্যাসিক ইয়ান ফ্লেমিং তাকে নিয়ে এটি হবে ২৪ তম ছবি। বন্ড বা ‘জিরো জিরো সেভেন’র ভুমিকায় এতে চতুর্থবারের মতো পর্দায় হাজির হতে যাচ্ছেন ৪৬ বছর বয়স্ক ইংরেজ অভিনেতা ড্যানিয়েল ক্রেগ। আর কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী এটাই হচ্ছে বন্ড সিরেজের শেষ ছবি।

জানা গেছে, এই স্পেকটার-এর এক নম্বর ব্যক্তি এর্নস্ট স্টাভরো ব্লোফেল্ড-এর চরিত্রটিও নতুন ছবিতে ফেরত আসছে এবং এতে নাকি অভিনয় করবেন ক্রিস্টফ ওয়ালৎজ।

ছবির কাহিনীতে দেখা যাবে কিভাবে জেমস বন্ড এবং তাঁর বস ‘এম’ বহু বাধা মোকাবিলা করে এই সংগঠনের আসল চেহারা উন্মোচন করেন। জেমস বন্ডের গাড়ি এ্যাস্টন মার্টিন ডিবি-টেন। জেমস বন্ডের সুন্দরী বান্ধবীরা সব বন্ড মুভিরই এক বড় আকর্ষণ। স্পেকটারে দুই বন্ড গার্ল হিসেবে দেখা যাবে ইতালিয়ান অভিনেত্রী মোনিকা বেলুচ্চি, আর ফরাসী লি সেডুক্সকে।

এই ছবিটি পরিচালনা করছেন স্যাম মেন্ডেজ। এই পরিচালকই এর আগের বন্ড ছবি স্কাইফল নির্মাণ করেছিলেন।

সবকিছু ঠিক থাকলে নতুন ছবি স্পেকটার মুক্তি পাবে আগামি অক্টোবরে।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।