টিভিতে স্বাধীনতা দিবস


প্রকাশিত: ০৯:৩২ এএম, ২৬ মার্চ ২০১৫

স্বাধীনতা দিবসের চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে বরাবরই অগ্রনী ভূমিকা রেখে আসছে এ দেশের টিভি মিডিয়া। এবারও ব্যতিক্রম হয়নি। স্বাধীনতা দিবসকে উপলক্ষ করে যখন বর্ণিল সাজে সেজেছে বাংলাদেশ, তখন টিভি চ্যানেলগুলোও দর্শকদের জন্য নানা আয়োজন করেছে স্বাধীনতা দিবসকে ঘিরে। এরমধ্যে রয়েছে দেশের গানের অনুষ্ঠান, বিশেষ নাটক, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শন, বিশেষ নৃত্যানুষ্ঠানসহ নানা রকম অনুষ্ঠান।

চ্যানেল আই
রংতুলিতে মুক্তিযুদ্ধ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘রংতুলিতে মুক্তিযুদ্ধ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠন। এটি আয়োজন করেছে চ্যানেল আই।

বরেণ্য পঞ্চাশজন চিত্রশিল্পীর অংশগ্রহণে বেলা আড়াইটায় মুক্তিযুদ্ধ বিষয়ক এই চিত্রকলা অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিক্ষাবিদ বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। এবারের অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী স্মরণে।

চিত্রাংকনের পাশাপাশি মূল মঞ্চে দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশন করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারার শিল্পীরা। অনুষ্ঠানটির উদ্বোধনী পর্বে একত্রিত হবেন চিত্রশিল্পী, মুক্তিযোদ্ধা, আবৃত্তিশিল্পীরাসহ অনেকে।

অনুষ্ঠানটি পরিচালনা করবেন আমীরুল ইসলাম। ৮ম বার অনুষ্ঠিত এ আয়োজনটির গত চার বছর ধরে পৃষ্ঠপোষকতা করছে আইএফআইসি ব্যাংক।

এটিএন বাংলা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলায় প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। সকাল থেকে মধ্য রাত পর্যন্ত চলবে এ সব অনুষ্ঠান।

সারাদিনের অনুষ্ঠান শেষে বিকেল ৩টা ১০ মিনিটে প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘রাবেয়া’। তানভীর মোকাম্মেলের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন তৌকির আহমেদ, বন্যা মীর্জা, আলী যাকের, জোতিকা জ্যোতি প্রমুখ।

রাত ৮টায় প্রচার হবে ফাগুন অডিও ভিশন নির্মিত বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘সূর্যোদয়ের গান’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন বিশিষ্ট অভিনেতা ও মুক্তিযোদ্ধা রাইসুল ইসলাম আসাদ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী, এ্যান্ড্রু কিশোর, কিরণ চন্দ্র রায়, শাম্মী আক্তার, আইয়ুব বাচ্চু, সঙ্গে ছিলেন এ প্রজন্মের শিল্পী প্রতীক হাসান ও নির্ঝর।

ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন লোকেশানে গানগুলোর চিত্রায়ন করা হয়েছে বলে জানা যায়। অনুষ্ঠানটি নির্দেশনা দিয়েছেন নির্মাতা হানিফ সংকেত।

রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘পতাকা’। ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন আহমেদ রুবেল, সুমাইয়া শিমু, ইরফান, মাহমুদ সাজ্জাদ প্রমুখ।

এ ছাড়া রাত ১১টায় প্রচার হবে টেলিফিল্ম ‘ফিরে ফিরে ৭১’। টেলিফিল্মের মূল গল্প লিখেছেন মঞ্জু সরকার। নাট্যরূপ- মীর্জা রাকিব এবং চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী। টেলিফিল্মে অভিনয় করেছেন জয়, ইশানা, গাজী রাকায়েত, অধরা চাহাত খুশবু, ওশান, আশরাফ কবীর, হান্নান শেলী প্রমুখ।

মাছরাঙা
বিকেল সাড়ে ৫টায় প্রচারিত হবে মুক্তিযুদ্ধের অনুনাটক- একাত্তরের দিনগুলি। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে সুপারমম নিবেদিত টেলিফিল্ম- গুডবাই কমান্ডার; পরিচালনা- আবুল হোসেন খোকন।

অভিনয়ে আজাদ আবুল কালাম, মৌসুমী নাগ, অশোক ব্যাপারী প্রমুখ। রাত ৯টা ২০ মিনিটে স্বাধীনতা দিবসের বিশেষ নৃত্যানুষ্ঠান- স্বাধীনতা তুমি; প্রযোজনা- নাহিন শফিক।

বাংলাভিশন
স্বাধীনতা দিবস উপলক্ষে মাহমুদ দিদারের রচনা ও পরিচালনায় বিশেষ নাটক ‘অবশিষ্ট বুলেট’ বাংলাভিশনে প্রচার হবে রাত ৯টা ৫ মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, রিচি সোলায়মান, শাহাদাৎ হোসেন, মৌসুমী মৌ, আইরিন ইতি প্রমুখ।

স্বাধীনতা দিবস উপলক্ষে শিশু কিশোরদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান ‘লালসবুজের কাব্য’ প্রচার হবে বাংলাভিশনে। অনুষ্ঠানে থাকছে দেশ, মাটি ও মুক্তিযুদ্ধে নিবেদিত গান, আবৃত্তি এবং নৃত্য।

কোরাস গান দুটির শিরোনাম হলো ‘ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো’, ‘মানুষ হ মানুষ হ-আবার তোরা মানুষ হ’।

দলীয় ‘লালসবুজের কাব্য’ বাংলাভিশনে প্রচার হবে বিকেল ৫টা ১০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রফিকুল ইসলাম ফারুক।

এনটিভি
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এনটিভিতে বিকেল সাড়ে ৫টায় প্রচার হবে দেশাত্ববোধক সঙ্গীতানুষ্ঠান ‘এই দেশ এই মাটি’। ওয়াহিদুল ইসলাম শুভ্র’র প্রযোজনায় এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন ব্যান্ডদল পার্থিব, ধারক, চ্যাপ্টার ওয়ান, জয় এ্যান্ড ফ্রেন্ডস এবং দি স্পেড।

এনটিভিতে রাত ৯টায় প্রচার হবে মুক্তিযুদ্ধ ভিত্তিক বিশেষ নাটক ‘অবহন’। পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। অভিনয় করেছেন- আরফান নিশো, অপর্ণা ঘোষ, ডায়না, শামসুল আলম বকুল প্রমুখ।

রাত সাড়ে ১১টায় প্রচার হবে বাংলা লোকগানের বিষয়ভিত্তিক সরাসরি সম্প্রচারিত সঙ্গীতানুষ্ঠান ‘ভব নদীর কূলে’র বিশেষ পর্ব। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শিল্পী পারভেজ।

অনুষ্ঠানের বিশেষ এই পবের্র শিল্পী আজগর আলীম ও নূরজাহান আলীম। অনুষ্ঠানে দেশাত্মবোধক লোক সঙ্গীত ও বাংলাদেশ মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থা’র পরিবেশিত গান গাইবেন শিল্পীরা।

আরটিভি
নাটক ‘শুক্লপক্ষের আহ্বান’
খুলনা জেলার চুকনগরের একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে স্বাধীনতা দিবসের নাটক শুক্লপক্ষের আহ্বান। নাটকটি প্রচার হবে রাত ৮ টা ২০ মিনিটে।

মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হাবিব মাসুদ। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, আরফান নিশো, অর্পণা, আবদুল্লাহ রানা, ওবায়েদ প্রমুখ।

আরটিভিতে প্রচার হবে আপন জুয়েলার্স বিশেষ মিউজিক স্টেশন। অনুষ্ঠানে এবারে গাইতে আসছেন জনপ্রিয় তিন শিল্পী অনুপমা মুক্তি, মেহরাব ও লিজা । অনুষ্ঠানে তারা শ্রোতাদের পছন্দসহ স্বাধীনতার গান গাইবেন মিউজিক স্টেশনে।

তারা এ অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে দর্শকদের সঙ্গে ফোনে সরাসরি আড্ডা দেবেন। শোনাবেন দর্শকদের পছন্দের গান। কথা বলবেন বাংলাদেশে সঙ্গীতের নানা বিষয় নিয়ে।

মিউজিক স্টেশন প্রচারিত হবে রাত ১১টা ২০ মিনিটে আরটিভিতে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মডেল, উপস্থাপিকা শ্রাবণ্য ও প্রযোজনা করেছেন শাহ আমীর খসরু।

দেশ টিভি
বৃহস্পতিবার সকাল ৮টায় সিনেমার সকালে প্রচারিত হয় চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ওরা ১১ জন’। এতে অভিনয় করেছেন খসরু, রাজ্জাক, শাবান, নূতন প্রমুখ। দুপুর ১২টা ১৫ মিনিটে প্রচারিত হবে ‘স্বাধীনতার পংক্তিমালা’।

মোহনা টিভি
ডায়েল রহমানের চিত্রনাট্য ও পরিচালনায় স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘ক্ষুদিরামের ফাঁসি’। নাটকটি ক্ষুদিরাম বসুর বিপ্লবী পটভূমির ওপর নির্মিত।

নাটকটিতে অভিনয় করেছেন অপু, আবির, জয়া, সুমি, গোলাম মাওলা, মাহফুজ আলম, ওমর ফারুক, অল্উিল হক রুমি প্রমুখ। নাটকটি রাত ৮টা ৩৫ মিনিট মোহনা টিভিতে প্রচারিত হবে।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।