ঘোড়া চালানো শিখছেন জ্যাকলিন ফার্নান্দেজ


প্রকাশিত: ১০:০৫ এএম, ৩০ জানুয়ারি ২০১৭

বলিউডের গ্ল্যামার গার্ল জ্যাকলিন ফার্নান্দেজের ক্যারিয়ারের ভিত এখন অনেকটাই শক্ত বলিউড দুনিয়ায়। ক্যারিয়ারে ইমরান হাশমির সাথে ‘মার্ডার টু’ ও বলিউড সুপারস্টার সালমান খানের সাথে ‘কিক’ ছবিতে অভিনয় করে নিজের অবস্থান অনেক আগেই জানান দিয়েছিলেন এই ভারতীয় বংশোদ্ভুত লংকান সুন্দরী।

তবে সম্প্রতি জ্যাকলিনকে দেখা গিয়েছে ঘোড়া চালানো শিখতে। জানা যায় মহালক্ষী ঘোড়াদৌড় নামক একটি প্রতিষ্ঠানের কাছ থেকে এই দীক্ষা নিচ্ছেন নায়িকা। প্রথমে অনেকেই মনে করেছিলো এটি হয়তো জ্যাকলিনের নতুন কোনো ছবির চরিত্রের জন্যই শিখছেন তিনি। তবে খোঁজ নিয়ে জানা গেলো, তাও নয়, মূলত শখের বশেই ঘোড়া চালানো শিখছেন জ্যাকলিন।

সর্বশেষ ‘হাউজফুল থ্রি’ ছবিটিতে দেখা গিয়েছিলো জ্যাকলিন ফার্নান্দেজকে।

আরএএইচ/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।