ভারতীয় বোর্ডের প্রতি ক্ষোভে শাহরুখের হুমকি!


প্রকাশিত: ১০:২০ এএম, ৩০ মার্চ ২০১৫

আইসিসির কোন আপত্তি না থাকলেও সুনীল নারিনকে খেলার অনুমতি দিচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাতেই বেজায় চটেছেন দলের মালিক বলিউড কিং শাহরুখ খান।

কেকেআর থেকে জানানো হয়েছে, সুনীলকে খেলতে না দিলে বোর্ডের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে কেকেআর। প্রয়োজনে আসর থেকে দল প্রত্যাহার করে নেবার হুমকিও দিয়েছেন শাহরুখ।

আইপিএল এর ৮তম আসর শুরু হতে আর মাত্র নয়দিন বাকি। কিন্তু এর আগেই গুঞ্জন শোনা যাচ্ছে আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্সের নাম প্রত্যাহারের।

মূলত বিসিসিআই’র থেকে নাইট রাইটার্সের ঘূর্ণি জাদুকর সুনীল নারিনের ছাড়পত্র আদায়ের জন্যেই এই পন্থা অবলম্বন করছেন কিং খানের দল কেকেআর।

জানা যায়, গত বছর চ্যাম্পিয়ন লীগের পর পর দুই ম্যাচে বেইআইনি বোলিং একশনের জন্যে নিষিদ্ধ করা হয়েছিলো ক্যারিবিয়ান এই ডানহাতি স্পিনারকে। অভিযোগের আঙ্গুল তুলেছিলো বিসিসিআই নিজেই। সে বোলিং একশন শুধরে নিজেকে তৈরি করার জন্য দেশের হয়ে বিশ্বকাপ দল থেকেও নিজেকে দূরে রাখেন নারিন।

অবশ্য বিশ্বকাপের ঠিক আগ মুহুর্তে আইসিসি খেলার জন্যে নারিনকে সবুজ সংকেত জানিয়েছিলো। তা সত্ত্বেও তাকে আসন্ন আইপিএল-এ কেকেআর দলের হয়ে খেলার অনুমতি দিচ্ছে না।

পরিস্থিতি সামলাতে মুখ খুলেছে বিসিসিআই নিজেও। বোর্ডের পক্ষ থেকে জানানো হয় যে, আবেদনটি বোর্ড সভাপতি জাগমোহন ডালমিয়ার কানে পৌঁছানো হয়েছে। দু তিন দিনের মধ্যে একটা সিদ্ধান্ত জানানো হবে।

রাআহা/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।