ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মমতাজ


প্রকাশিত: ০৫:৫৬ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৭

অস্ট্রেলিয়ার একটি শিক্ষাবিষয়ক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ। গেল রোববার (৫ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির সঙ্গে তিনি এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

তিনি `অ্যাম্বাসাডর ফর এডুকেশন` হয়ে এখন থেকে বাংলাদেশে শিক্ষার প্রচার ও প্রসারে কাজ করবেন। এছাড়াও মমতাজ শিক্ষাব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়া সরকারের ভূমিকা ও নানা পদক্ষেপ সম্পর্কে বাংলাদেশি শিক্ষার্থীদের অবগত করবেন।

জাগো নিউজকে মমতাজ বলেন, `অ্যাম্বাসাডর ফর এডুকেশন`র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ায় দায়িত্ব আরও বেড়ে গেল। আমাদের দেশে শিক্ষাব্যবস্থা এখনও আশানুরূপ জায়গায় পৌঁছাতে পারেনি। তাই শিক্ষাব্যবস্থা আরও উন্নত করার জন্য আমি প্রাণপণ চেষ্টা করে যাব।`

এই ফোক সংগীতশিল্পী আরো বলেন, `বাংলাদেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেমিনার করবো। শিক্ষার উন্নয়নে অস্ট্রেলিয়ার নানামুখী পদক্ষেপ শিক্ষার্থীদের কাছে তুলে ধরবো। পাশাপাশি শিক্ষাবিষয়ক আলোচনা ও কনসার্টেও অংশ নেব।`

মমতাজের আশা, তার এসব কার্যক্রমের মাধ্যমে উন্নয়নশীল এই দেশটির শিক্ষাব্যবস্থার প্রভূত উন্নতি হবে।

এনই/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।