প্রেমের গুজবে ক্ষেপেছেন নার্গিস


প্রকাশিত: ১০:০৮ এএম, ০৮ এপ্রিল ২০১৫

স্লামডগ মিলিওনিয়ার খ্যাত অভিনেতা দেব প্যাটেলের সঙ্গে প্রেমের গুজবে বেজায় চটেছেন হলিউড থেকে বলিউডে পাড়ি জমানো অভিনেত্রী নার্গিস ফখরি।

সম্প্রতি নার্গিস নাকি প্রেমে পড়েছেন এমন খবর রটে যায় মিডিয়ায়। খবরে বলা হয়, নয়া প্রেমিকের সঙ্গে খোলামেলা ডেটিংও করছেন তিনি। মুম্বইয়ের একটি রেস্তরাঁয় দেবের সঙ্গে ডেটিং করতে গিয়ে পাপারাৎজীদের ক্যামেরাবন্দিও হয়েছেন। এই খবরে বিরক্ত হয়ে টুইট করেছেন এই অভিনেত্রী। এমনকী ঘটনাটি বোঝাতে সেইদিনের একটি ছবিও পোস্ট করেন তিনি।

এর আগে চাউর হয়েছে রকস্টার’খ্যাত নার্গিস ফাখরি ও বলিউডের কিংবদন্তি পরিচালক ইয়াশ চোপড়ার ছেলে ‘ধুম’খ্যাত উদয় চোপড়ার প্রেমের কথা। তারা বিয়ে করছেন এমন খবরও বেরিয়েছিলো। তারপর মিডিয়ার দাবি কদিন আগেই নাকি শহিদ কাপুরের সঙ্গে সম্পর্কের পাঠ চুকিয়েছেন নার্গিস।

তাই এবার নতুন সঙ্গী হিসেবে দেবকেই বেছে নিয়েছেন নার্গিস এমন খবর রটে যায়। আর তা নিয়েই রেগে লাল মাদ্রাজ কাফে, ম্যায় তেরা হিরো খ্যাত এই অভিনেত্রী।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।