সমাজবিরোধী মাজনুন মিজান!


প্রকাশিত: ০২:০১ পিএম, ০৯ এপ্রিল ২০১৫

দর্শকরাই তারকাদের মূল শক্তি বা প্রেরণা। সেই দর্শকদের বিনোদন দিতে কতো কিছুই না করে থাকেন তারা। এই যেমন মাজনুন মিজান পর্দায় আবির্ভূত হতে যাচ্ছেন ভালো মানুষের মুখোশে ঢাকা মন্দ মানুষের চরিত্রে।

সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের জন্য নির্মিত হয়েছে ধারবাহিক ‘তিন গোয়েন্দা’। কিশোর উপন্যাস অবলম্বনে এ নাটকে মাজনুন মিজানকে দেখা যাবে মুখোশের আড়ালে একজন সমাজবিরোধীর চরিত্রে।

মাছরাঙা টেলিভিশনের প্রযোজনায় রকিব হাসানের ‘তিন গোয়েন্দা’র নাট্যরূপ দিয়েছেন মাজহারুল হক পিন্টু। এটি পরিচালনা করেছেন আবুল হোসেন খোকন।

এ প্রসঙ্গে মাজনুন মিজান জাগোনিউজকে বলেন, ‘রকিব হাসানের তিন গোয়েন্দা খুব জনপ্রিয় কিশোর গোয়েন্দা কাহিনী। আমি নিজেও এই সিরিজের ভক্ত। খুব আনন্দ পেয়েছি সেলুলয়েডে এই কাহিনীর গুরুত্বপূর্ণ চরিত্র হতে পেরে। নাটকে আমার চরিত্রটির নাম হাসনান আবেদ। প্রথমদিকে মানুষটিকে শিল্পানুরাগী একজন সাহিত্যপ্রেমী হিসেবে দেখা যাবে। সবাই লোকটিকে সম্মান করেন। কিন্তু তিন কিশোর গোয়েন্দা শেষ পর্যন্ত প্রমাণ করে দিবে এই লোকটি সমাজবিরোধী কাজে যুক্ত।’

তিনি আরো জানালেন, তিন গোয়েন্দার এক একটি কাহিনী নিয়ে বেশ কয়েকটি পর্ব হবে। প্রথম লটের ২২টি পর্ব দেখানো হবে।

এছাড়াও মাজুনন মিজান সম্প্রতি কাজ করছেন আরো তিনটি ধারবাহিকে। সেগুলো হলো পিআর প্রোডাকশানের ব্যানারে নির্মিত আব্দুল্লাহ আল রানার পিরচালনায় ‘মেগাসিটি ভ্যাগাবন্ড’ ও সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় ‘সরলতা’। পাশাপাশি মাবরুর রশিদ বান্নাহর পরিচালনায় ‘হাউজ নাম্বার ৪৪’ নামের একটি ধারাবাহিকে কাজ করলেন তিনি।

কাজ করেছেন নতুন একটি বিজ্ঞাপনের। আনোয়ার এ ওয়ান পাইপের এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন মাকসুদ। খুব শিঘগির এটি টিভি চ্যানেলে প্রচার শুরু হবে।

তারচেয়েও চমকপ্রদ এক খবর জানালেন প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্নেহধন্য এই তারকা। আসছে বৈশাখ উপলক্ষে নির্মিত একটি টেলিফিল্মে প্রথমবারের মতো ছেলে লুব্দক মানবকে নিয়ে অভিনয় করলেন মাজনুন মিজান। তালাশ নামের টেলিফিল্মটিতে পিতা-পুত্রের ভূমিকাতেই দেখা যাবে তাদের। এখানে বিশেষ দু’টি চরিত্রে অভিনয় করেছেন লাক্স সুন্দরী বাঁধন ও শঙ্কর সাঁওজাল। পিতা পুত্রের ভালোবাসা নিয়ে চমৎকার একটি গল্প ‘তালাশ’ টেলিফিল্মে দর্শকরা উপভোগ করবেন-এমনটাই জানালেন মাজনুন মিজান।

এছাড়াও ঈদ উপলক্ষে রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে ‘অমিয়া’ নামের একটি খন্ড নাটকে কাজ করছেন এই অভিনতো। এ নাটকের মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি বাঁধলেন মডেল ও অভিনেত্রী নওশিন এবং জনপ্রিয় অভিনেতা মাজনুন মিজান।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।