একতার ছবিতে নগ্ন হতেই হবে!


প্রকাশিত: ০৭:১৭ এএম, ১১ এপ্রিল ২০১৫

বলিউডের ইতিহাসে সর্বপ্রথমবার নগ্ন হবার শর্ত জুড়ে দিলেন প্রযোজক একতা কাপুর। তার শর্তটি হলো এখন থেকে তার প্রযোজনা প্রতিষ্ঠানের ছবিতে চুক্তিবদ্ধ হলে নগ্ন হওয়া বাধ্যতামূলক।

একতা কাপুরের সর্বশেষ চলচ্চিত্র ‘রাগিনি এমএমএস টু’র পর তৈরি হতে যাচ্ছে ‘এক্সএক্সএক্স’। ইরটিক থ্রিলার ধাঁচের এই ছবিতে কলাকুশলীদের প্রথমবারের মতো এ ধরণের শর্ত মানতে হবে।

কেন ঘোষ পরিচালিত ‘এক্সএক্সএক্স’-এ দেখা যাবে এক ঝাঁক নতুন মুখকে। এ ছবিতে চিত্রনাট্যের প্রয়োজনে যতটা সম্ভব দেহ প্রদর্শনে প্রস্তুত থাকতে হবে অভিনয় শিল্পীদের। নতুন শর্ত অনুযায়ী যৌন দৃশ্যে অভিনয় ও অশালীন শব্দ প্রয়োগের ক্ষেত্রেও কোন আপত্তি করা যাবে না।

এ ব্যাপারে নির্মাতা কেন ঘোষ বলেন, প্রথমবারের মতো হিন্দি ছবিতে এ ধরণের শর্ত দেখা যাবে। এই শর্তের ব্যাপারে বিস্তারিত বলার দায়িত্ব একতার প্রোডাকশান হাউস বালাজি ফিল্মসের। তবে একজন নির্মাতা হিসেবে আমি বলবো, এই শর্তের কারণে আমি অনেকটাই স্বাধীনভাবে কাজ করতে পারবো।

‘দ্যা ডার্টি পিকচার’, ‘রাগিনি এমএমএস টু’ এবং ‘লাভ সেক্স অউর ধোকা’র মত ছবিতে প্রযোজনা করেছেন একতার ব্যানার বালাজি ফিল্মস। সবগুলো ছবিই সেন্সর বোর্ডে প্রাপ্তবয়স্কদের জন্য প্রদর্শনের উপযুক্ত- এমন তকমা নিয়ে ছাড়পত্র পেয়েছে।

এমনও শোনা গেছে, শুধুমাত্র চলচ্চিত্রেই নয় বালাজির টেলিভিশন প্রযোজনার ক্ষেত্রেও এই শর্ত জুড়ে দিতে চান একতা।স

এএ/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।