বৈশাখে মেলা নিয়ে কনা


প্রকাশিত: ০৭:২০ এএম, ১১ এপ্রিল ২০১৫

বহুদিন পর নতুন গান নিয়ে শ্রোতাদের কাছে ফিরছেন হালের জনপ্রিয় গায়িকা দিলশাদ নাহার কনা। আসছে বাংলা নববর্ষে একটি মিক্স অ্যালবামে গান করছেন তিনি। এটির শিরোনাম হচ্ছে ‘মেলা’।

কনা জানালেন, ‘আমারে তুই মেলায় নিয়া চল’ কথার এই গানটি লিখেছেন সাংবাদিক সোমেশ্বর অলি। এর সুর-সঙ্গীত করেছেন বেলাল খান ও প্রীতম হাসান।

এ প্রসঙ্গে কনা জাগোনিউজকে বলেন, ‘বৈশাখের গান মানেই আমার কাছে ভালো লাগার একটি ব্যাপার। বৈশাখী মেলা নিয়ে এর আগে নিজে কখনো গাইনি। তাই ভালো লাগাার মাত্রাটা একটু বেশি। বাঙ্গালির প্রাণের এই উৎসব নিয়ে অনেক জনপ্রিয় বাংলা গান আছে। আশা করছি সেই তালিকায় ঠাঁই পাবে আমার নতুন গানটি। এর কথা, সুর ও সঙ্গীত খুব চমৎকার। গানটি শ্রোতাদের ভালো লাগবে বলেই বিশ্বাস।’

খুব শিগগির মিশ্র অ্যালবামে গানটি প্রকাশ হবে বলে জানিয়েছেন কনা।

এদিকে, স্টেজ শো, চলচ্চিত্রের গান ও বিজ্ঞাপনের জিঙ্গেল নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন এ শিল্পী। তাই আপাতত তিনি তার চতুর্থ একক অ্যালবামের কাজটি বন্ধ রেখেছেন। তবে কিছুদিনের মধ্যেই তিনি এ অ্যালবামের কাজ পুনরায় শুরু করবেন বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, এ পর্যন্ত তিনটি একক অ্যালবাম বাজারে এসেছে কনার। অংশ নিয়েছেন বেশ কিছু মিক্সড অ্যালবামে। প্রশংসিত হয়েছেন চলচ্চিত্রের গানেও। তবে কনার জনপ্রিয়তা জিঙ্গেলে ইর্ষনীয়। তাকে এ প্রজন্মের জিঙ্গেল কুইন বলঅ হয়।

মূলত ইমন সাহার হাত ধরে একটি বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দেওয়ার সুযোগ পান কনা। পরবর্তী সময়ে প্রায় ৫০০ জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন তিনি। ‘আভি তো লামহে’ শিরোনামে একটি হিন্দি বিজ্ঞাপনেও কণ্ঠ দিয়েছেন কনা। বাংলা ও হিন্দি ছাড়াও সিংহলি এবং আরবি ভাষায়ও জিঙ্গেল করেছেন এই সুকণ্ঠী গায়িকা।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।