আঁচল-বাপ্পীর লুঙ্গি টানাটানি নিয়ে ফেসবুকে ক্ষোভ (ভিডিও)
নায়ক লুঙ্গি পরা। নায়িকাও লুঙ্গি পরা। নায়িকার শরীরের যতটুকু লুঙ্গি আছে তাও নায়ক হাসিমুখে খুলে ফেলতে চাইছেন। শেষ পর্যন্ত খুলে ফেলেছেন কি-না তাও অবশ্য ছবিতে বুঝা যাচ্ছে না। এ দৃশ্য পোস্টারে দিয়ে হয়তো পরিচালক দৃশ্যটির শেষ কি তা দেখতে সিনেমা হলে যেতে বলেছেন। এই যে লুঙ্গি পরা নায়ক, নায়িকার লুঙ্গি খুলে বিবস্ত্র করে ফেলতে চাইছেন এটাকে পরিচালক বলেছেন- ‘বাংলা লুঙ্গি ড্যান্স’ অর্থাৎ নায়িকার কাপড় খুলে ফেলাও বাংলা ড্যান্সের মধ্যে পড়ে! বাংলা সিনেমার ‘গুন্ডা দ্য টেরোরিস্ট’ ছবির পোস্টারে এমনই দেখানো হয়েছে।
১০ এপ্রিল মুক্তি পাওয়া ছবিটির পরিচালক ইস্পাহানি আরিফ জাহান। রাজধানীসহ সারাদেশের ৮৫টি সিনেমা হলে মুক্তি পায় ‘গুন্ডা দ্য টেরোরিস্ট’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নায়ক বাপ্পী চৌধুরী। ছবিতে তার সঙ্গে জুটি বেধেছেন চিত্রনায়িকা আঁচল।
ছবি মুক্তির পর থেকেই আঁচল-বাপ্পীর লুঙ্গি টানাটানি নিয়ে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে। সাংবাদিক আদিত্য আরাফাত এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, এই সিনেমার পোষ্টারেই তো নারীর কাপড় খুলে ফেলাকে উৎসাহ দেওয়া হচ্ছে। হাসি মুখে নায়ক নায়িকার কাপড় খুলছেন, নায়িকাও ‘যাহ দুষ্ট’ মার্কা হাসি দিয়ে কাপড় খুলতে উৎসাহ দিচ্ছেন। একজন নারীর কাপড় খুলে ফেলাকে উৎসাহ দিয়ে বানানো হয়েছে সিনেমার পোস্টার। আমাদের সিনেমায় এবং সিনেমার পোষ্টারেই নারীকে বিবস্ত্র করার দৃশ্য রয়েছে। এর নেতিবাচক প্রভাব কি পড়ছে না?
ছাড়াকার আবিদ আজম লিখেছেন, এসব সিনেমা অনুমোদন দিয়ে কৌশল শিখিয়ে দারুণ `নৈতিকতা` শেখানো হচ্ছে আমাদের। শাবাস গুরু শাবাস। সবকিছুর গলদ তাইলে গোড়াতেই! খুঁজে না পাওয়া লম্পটদের সঙ্গে, উৎসাহদাতা হিসেবে অভিযুক্ত করে ভদ্রবেশী এসব `চরিত্র ঘাতক`দের চিহিৃত করে কবে ধরা হবে?
এএ