ভাবনা এবার চলচ্চিত্রে


প্রকাশিত: ০৫:৪৬ এএম, ২১ এপ্রিল ২০১৫

এবার চলচ্চিত্রে নাম লিখলেন মডেল ও অভিনেত্রী ভাবনা। অনিমেষ আইচের `জেদ` ছবির মধ্য দিয়ে ভাবনার চলচ্চিত্রে অভিষেক হচ্ছে।

শনিবার থেকে কুয়াকাটায় এই ছবির শুটিং শুরু হয়েছে। শুরুতেই গানের শুটিং করা হচ্ছে। এতে অংশ নিয়েছেন ভাবনা। শুটিং শেষে বুধবার ছবির পুরো ইউনিট ঢাকায় ফিরবে। ঢাকায় ফেরার পর `জেদ` ছবি সম্পর্কে বিস্তারিত জানাতে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

`জেদ` ছবিতে ভাবনার চরিত্রের নাম `নয়নতারা`। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ভাবনার যাত্রা শুরু হয় মডেলিং দিয়ে। এরপর ছোট পর্দায় পা রাখেন তিনি। কিন্তু বর্তমানে ভাবনার ভাবনায় শুধুই চলচ্চিত্র।

এনিয়ে তিনি বলেন, চলচ্চিত্র একটি বড় মাধ্যম। এখানে অভিনয় করতে গেলে বিশেষ প্রস্তুতি প্রয়োজন। তাই গত কয়েক মাস ধরে আমি সেই প্রস্তুতিই নিচ্ছি। আশা করি, ছবিটিতে নিজেকে যথাযথভাবে উপস্থাপন করতে পারব। তাছাড়া আগামীতেও আমার চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছা রয়েছে। আশা করি, ছোট পর্দার মতো রুপালি জগতেও সফল হবো।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।