প্রথমবার সজলের সাথে জেনি


প্রকাশিত: ০৮:৩৪ এএম, ২৫ এপ্রিল ২০১৫

দু’জনেই ছোট পর্দায় জনপ্রিয়তা পেয়েছেন। অনেকদিন ধরেই তারা কাজ করছেন নাটকে। বিভিন্ন শুটিং স্পটে দেখাও হয়েছে বহুবার। তবে এই প্রথম একসঙ্গে অভিনয় করলেন সজল ও নওরিন হাসান খান জেনি।

ইউসুফ আলী খোকনের রচনায় ‘গল্প বালা’ শিরোনামের নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুহাম্মাদ আশিকুর রহমান। এটি ঈদুর ফিতরের জন্য সম্প্রতি নির্মিত হয়েছে বলে জানিয়েছে নির্মাতা সূত্র।

নাটকের গল্পে দেখা যাবে- মা মোমেনা  ও ছেলে আয়নালকে নিয়েই তাদের সংসার। আয়নাল দিনমজুর হিসেবে মাটি কাটার কাজ করে। মা মোমেনার স্বপ্ন ছেলেকে বিয়ে দিয়ে ঘরে ফুটফুটে বউ আনবে।

ছেলের অনাগত বউ ঘরে আনার জন্যে যে পরিমাণ গহনা দরকার তা যোগার করার সামর্থ্য মোমেনার নেই। তাই এক জোরা রুপার বালা বানানোর জন্যে সে মানুষের বাসায় কাজ করে টাকা জমায়। অন্যদিকে আয়নাল যেখানে কাজ করে সেখানে সকি নামের একটি মেয়ে কাজ করে। লোকজন বলাবলি করে কন্ডাক্টর শামসুর সঙ্গে সকির অবৈধ সম্পর্ক আছে।

এ দিকে সকি যখন আয়নালের দুর্বলতার ব্যাপারটা বুঝতে পারে তখন সোজাসুজি আয়নালের কাছে জানতে চায়, সে সকিকে বিয়ে করবে কি না? আয়নাল পড়ে যায় দোটানায়। আয়নাল কি মাকে কষ্ট দিয়ে একটা নষ্ট মেয়েকে ঘরে আনবে, নাকি মায়ের পছন্দের মেয়ে বিয়ে করবে। এমন মুহূর্তে শামসু চালে নতুন এক চাল। তারপর গল্প মোড় নেয় ভয়াবহ এক নাটকীয়তায়।

নাটক প্রসঙ্গে পরিচালক আশিক বলেন, ‘ভিন্ন ধাঁচের একটি গল্প নিয়ে এ নাটক। আর সজল ও জেনি দু’জনেই মেধাবী অভিনয়শিল্পী। ওদের একসাথে নিয়ে কাজ করারও একটা ইচ্ছে ছিলো। সবকিছু মিলিয়ে ভালো একটি নাটকই বানানোর চেষ্টা করেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

তিনি আরো জানালেন, চলতি মাসের শুরুর দিকে নাটকটির শুটিং শুরু হয়। পুবাইলের বিভিন্ন লোকেশনে দৃশ্যায়ণের কাজ শেষ হয়েছে। এখন সম্পাদনার কাজ চলছে।

সজল ও জেনি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন- মনিরা মিঠু, মাহামুদুল ইসলাম মিঠু ও রাখি। আসছে রোজার ঈদে নাটকটি কোন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।