নেপাল থেকে দেশে ফিরলেন আটকে থাকা তারকারা


প্রকাশিত: ১০:১১ এএম, ২৭ এপ্রিল ২০১৫

নাটকের শুটিং করতে গিয়ে নেপালে ভূমিকম্পের বিভীষিকাময় পরিস্থিতির শিকার হয়েছিলেন বাংলাদেশের কতিপয় তারকারা। দুই দিন সেখানে আটকে থাকার পর রবিবার দিবাগত রাত শেষে ভোর ৪টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান অভিনয়শিল্পী ও কলাকুশলীরা।

এ তালিকায় ছিলেন অভিনয়শিল্পী শাহরিয়ার নাজিম জয়, রুনা খান, কল্যাণ কোরাইয়াসহ একটি ইউনিটের বাকি সদস্যরা। এসময় ওই বিমানটিতে মোট যাত্রীর সংখ্যা ছিলো ২২০।

এ সফরের অভিজ্ঞতা বর্ণনা করে অভিনেতা কল্যাণ জাগোনিউজকে বলেন, ‘জীবন থেকে এই সফরের স্মতি কোনোদিন মুছবে না। অনেক কিছুই হতে পারতো। বেঁচে গেছি সৃষ্টিকর্তার কৃপায়। কারেন্ট নেই, ঠিকমতো নেট কানেকশান নেই, কারো সাথে যোগাযোগের সুযোগ নেই। কী ভয়াবহ আর অসহায় অবস্থা ছিলো ভাবতেও ভয় লাগছে এখন। খুব কষ্ট করে ফেসবুকে সবাইকে জানাতে পেরেছিলাম যে বেঁচে আছি।’

কল্যাণ আরও বলেন, ‘যেখানে শুটিং করছিলাম সেখানেই ভূমিকম্প দানব মূর্তি ধারণ করলো। নিমিষেই ধ্বংসস্তূপে পরিণত হলো শুটিং স্পট। কোনো রকমে প্রাণটা নিয়ে বেঁচে ফিরেছি। এসময় আমাদের সঙ্গে ছিলেন ভারতসহ আরো কয়টা দেশের পর্যটকেরা। নিজেকে তখন মনে হচ্ছিলো শরনার্থি। তারমধ্যে রুনা আপা পাহাড় থেকে পড়ে আহত হয়েছেন। তার হাতে ও পায়ে বেশ চোট লেগেছে। উনাকে নিয়ে চিন্তায় পড়ে গেছিলাম। দুই থেকে তিন ঘণ্টার পথ এভাবেই উৎকণ্ঠার মধ্য দিয়ে পারি দিলাম। উনাকে এছাড়া বাকি সবাই আল্লাহর রহমতে ভালোই আছি। তবে মন থেকে ওই বিভীষিকা কিছুতেই তাড়াতে পারছি না।’

সেখানের অভিজ্ঞতায় কল্যাণ আরও জানালেন, যে হোটেলে গিয়ে উঠেছিলেন সেটি একেবারেই ধ্বসে গেছে। বাধ্য হয়ে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন। খাবার ছিলো না, বিদ্যুৎ ছিলো না। শুধুই আতঙ্ক তাড়া করে ফিরেছে। কল্যাণ সাহস ও সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য বাংলাদেশের গণমাধ্যম, নেপালে বাংলাদেশের দূতাবাসকে ধন্যবাদ জানিয়েছেন। সেইসাথে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশের মানুষদের কাছে; যারা তাদের ফিরে আসার জন্য প্রার্থনা করেছেন।

অন্যদিকে ঢাকায় পৌঁছে ফেসবুকে নিজের স্ট্যাটাসে বাংলাদেশ দূতাবাস, বিমান, বন্ধু, সহকর্মীসহ পরিবারের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী রুনা খান। আর প্রিয় মানুষগুলো সুস্থ ও সুন্দরভাবে দেশে ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন শোবিজের সবাই। এই কয়দিন কল্যাণ-রুনা-জয়দের নিয় চিন্তিত ছিলো পুরো মিডিয়াঙ্গণ।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।