নজরুলের কবিতায় মাজনুন মিজান
দীর্ঘ ক্যারিয়ারে বৈচিত্রময় চরিত্রে অভিনয় করা চমৎকার একজন অভিনেতা মাজনুন মিজান। নতুনদের জয়জয়কারের এই সময়টাতেও তিনি ধরে রেখেছেন নিজের জনপ্রিয়তা। কাজ করে চলেছেন নির্মাতাদের আস্থার প্রতীক হয়েই।
সম্প্রতি এই অভিনেতা কাজ করলেন দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের ‘চিঠি’ কবিতা অবলম্বনে ‘কেউ জানে না’ শিরোনামের একটি নাটকে। প্রেম ও বিরহের এই নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল। এতে মাজনুন মিজানের প্রেমিকা চরিত্রে অভিনয় করেছেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ।
এ নাটকে কাজ করা সম্পর্কে মাজনুন মিজান বলেন, ‘সাহিত্য বিষয়ক যে কোনো কাজ করতেই ভালো লাগে। এই নাটকে অভিনয় করেও আমি বেশ আনন্দিত। অপর্ণাও এখানে চমৎকার কাজ করেছেন। আশা করছি নাটকটি প্রচার হলে ভালো সাড়া পাবো।’
নাটকের গল্প ও নিজের চরিত্র নিয়ে তিনি বলেন, ‘এক জোড়া প্রেমিক প্রেমিকার গল্প এখানে। যারা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে সম্পর্কে জড়ায়। প্রায় প্রতিদিনিই নিজেদের চিঠি লিখতো তারা। দুর্ভাগ্যক্রমে সেই ভালোবাসা মিলনের মুখ দেখেনি।
ছেলেটা এখন সরকারি চাকরি নিয়ে একটি মফস্বলে বাস করে। তার প্রেমিকা চাকরি করে এনজিওতে। চাকরির প্রয়োজনে মেয়েটি ছেলেটির চাকরিস্থল মফস্বলে আসে। ঘটনাক্রমে সেখানে তাদের দেখা হয়। দু’জনেই নস্টালজিয়ার মুখোমুখী হয়। ছেলেটি জানতে পারে তার প্রেমিকা বিয়ে করেছে, সন্তানও আছে। তবে সে কষ্ট পায় এটা জানার পর, ভালোবাসার মধুর দিনগুলোতে দেয়া চিঠিগুলো পুড়িয়ে ফেলেছে তার প্রিয়া।
কিন্তু ভালোবাসার স্মৃতি বুকে ধরে রাখতে প্রেয়সীর দেয়া একটি চিঠিও ছেলেটি নষ্ট করেনি। তার ধারণা, এই চিঠিগুলো কেবল সাদা কাগজের বুকে লিখা কালো কালির শব্দ নয়; এগুলোর মাঝে বেঁচে আছে তার ভালোবাসা, তার প্রিয় মানুষের আনন্দ-বেদনা।’
মাজনুন মিজান জানালেন, শিগগির যে কোনো একটি বেসরকারী টিভি চ্যানেলে প্রচার হবে নাটকটি।
এদিকে মা দিবসের একটি নাটকেও কাজ করেছেন মাজনুন মিজান। এ নাটকে তার সাথে আরো অভিনয় করেছেন ছোট পর্দায় দুই প্রজন্মের জনপ্রিয় দুই মুখ অভিনেত্রী রিচি সোলায়মান ও তানজিন তিশা। এখানে তারা মা মেয়ের চরিত্রে অভিনয় করেছেন।
মা দিবস উপলক্ষে নির্মিত নাটকটির নাম ‘আপন কথা’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। মে মাসের প্রথম রোববার এনটিভিতে নাটকটি প্রচার হবে।
পাশাপাশি মাজনুন মিজান সদ্য শেষ করেছেন আরো একটি নাটকের কাজ। জহির রায়হানের ছোটগল্প ‘ভাঙচুর’ অবলম্বনে এ নাটকের নাম ‘হারানো বলয়’। এতে জহির চরিত্রে মাজনুন মিজান আর টুনুর ভূমিকায় অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা। এর নাট্যরূপ দিয়েছেন মিরন মহিউদ্দিন, প্রযোজনায় জয়নাল আহমেদ।
আগামী ৯ মে রাত ৯টায় বিটিভিতে প্রচার হবে নাটকটি।
নাটকটি প্রসঙ্গে মাজনুন মিজান জানান, এটি মূলত প্রেমের গল্প। এখানে জীবনটাকে শৈশব, যৌবন ও বৃদ্ধকাল, এই তিনটি ভাগে দেখানো হয়েছে। যৌবন ও বৃদ্ধ জহির চরিত্রে দর্শকরা তাকে দেখবেন।
এলএ/পিআর