ভিডিও ইস্যুতে নিষিদ্ধ হলেন সোনু নিগম


প্রকাশিত: ০১:৪৯ পিএম, ০১ মে ২০১৫

সত্যি ঘটনা জানতে চেয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। আর তাতেই ক্ষেপে বোম জি-মিডিয়া কর্তৃপক্ষ। তাঁকে একেবারে ব্যান করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তাঁরা। তাতে যদিও কিছুই আসে যায় না গায়ক সোনু নিগমের। বরং উল্টে স্যোশাল নেটওয়ার্কিং সাইট টুইটারে ভক্তদের অকুন্ঠ প্রশংসায় ভাসছেন তিনি।

ঘটনা হলো, সম্প্রতি আম আদমি পার্টির (আপ) সভায় রাজস্থানের কৃষক গজেন্দ্র সিং গাছের উপর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। সেই সময় আপ নেতা কুমার বিশ্বাস বক্তৃতা করছিলেন। ঘটনার সময় তিনি `লটক গয়া` (ঝুলে পড়েছে) বলেন বলে দেখায় জি নিউজ। অর্থাৎ তিনি বিষয়টি বুঝতে পেরেও থেমে যাননি বলে খবর করে জি নিউজ।

অন্যদিকে সোনু কয়েকদিন আগে একটি ভিডিও প্রকাশ করেন যেখানে শোনা যাচ্ছে আপ নেতা কুমার বিশ্বাস যখন বক্তৃতা করছিলেন তখন `লটক গয়া` শব্দবন্ধনীটি শোনা গেলেও তা কুমার বিশ্বাসের মুখ থেকে বের হয়নি। পাশ থেকে কেউ একজন বলেছেন।

এটার ভিডিও পোস্ট করে সোনু আবেদনের মতো করে জানান, তিনি রাজনীতি থেকে দূরে থাকেন। তবে তিনি চান, সত্যিটা বেরিয়ে আসুক। আর এই নিয়েই ক্ষুব্ধ জি সোনুর উপর নিষেধাজ্ঞা জারি করেছে। আসুন দেখে নেওয়া যাক ভক্তরা কে কি বলেছেন এই ঘটনায়।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।