এ কেমন অমিতাভ বচ্চন!


প্রকাশিত: ০৯:০৭ এএম, ২২ মে ২০১৭

চলচ্চিত্রে নিজের চরিত্রগুলোকে তিনি এমনভাবে ফুটিয়ে তুলেন দেখতে দেখতে মনে হয় সত্যিকারের কেউ যেন চোখের সামনে হাজির। চরিত্রগুলোতে তার বিকল্প কাউকে ভাবাই যায় না।

সত্তর পেরিয়েও তাই তিনি ছবির কেন্দ্রীয় চরিত্রে কাজ করে বেড়ান। তাকে নিয়ে তৈরি হয় চিত্রনাট্য, গল্প। তিনিই এক ও অভিন্ন অমিতাভ বচ্চন। হাজির হতে চলেছেন নতুন এক চমক নিয়ে। যেখানে অমিতাভকে দেখা যাবে ১০২ বছরের বৃদ্ধের চরিত্রে। মাথার চুলগুলো শনের মতো সাদা ধবধবে। প্রথম দেখলে চোখ কপালে উঠে যায়। বিশ্বাস করা যায় না এই বৃদ্ধ সবার প্রিয় অমিতাভ বচ্চন।

সম্প্রতি এমনই লুকের একটি ছবি ভাইরাল হয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এই ছবিটি নিয়েই এখন বলিউড পাড়ায় জোর আলোচনা চলছে। হঠাৎ করে এমন লুকে কেন অমিতাভ?

জানা গেছে, ‘১০২ নট আউট’ নামের একটি ছবিতে অমিতাভকে দেখা যাবে এই লুকে। আরো চমকপ্রদ খবর হলো ছবিটিতে অমিতাভের ছেলের চরিত্রে অভিনয় করছেন ঋষি কাপুর, যার বয়স ৭৫!

Amitabh Bacchan

অমিতাভ নিজেই টুইটারে ছবিটি প্রকাশ করেছেন। লিখেছেন, ‘গণমাধ্যম ১০২ নট আউটের ছবি ফাঁস করে দিয়েছে। তবে আমি ফাঁস নয় আসল ছবিটিই দিলাম।’

জানা গেছে, এই চরিত্রের মেকআপ নিতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে অমিতাভের। ছবিটিতে বিগ বি’র চরিত্রটির নাম দত্তায়রা ভাখারিয়া। অন্যদিকে ঋষি কাপুরের চরিত্রটির নাম দেওয়া হয়েছে বাবু। ছবিটি যে সিনেমাপ্রেমীদের মন মজাবে তা বেশ অনুমান করা যাচ্ছে। দুই মহাতারকার এই লুকের ছবিটিতে হুমড়ি খেয়ে পড়েছেন তাদের ভক্তরা।  

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।