‌‌‌‘এখন আর তোর সিডিউল পাচ্ছি না সায়েম সাদাত’


প্রকাশিত: ০২:৫২ পিএম, ১১ মে ২০১৫

হঠাৎ করে না ফেরার দেশে চলে গেলেন তরুণ অভিনেতা সায়েম সাদাত। ২৭ বছর বয়সী এই তরুণ খুব কম সময়েই জনপ্রিয় হয়ে ওঠেছিলেন তরুণ প্রজন্মের কাছে।

গত ঈদে এয়ারটেল নিবেদিত ‘ভিটামিন টি’ টেলিফিল্ম-এ তার অভিনয় মুগ্ধ করে দর্শকদের। এর আগে এয়ারটেলের ‘ভালোবাসা ১০১’ নাটকেও কাজ করেছিলেন সায়েম।

সবশেষ তিনি রেদওয়ান রনির পরিচালনায় ‘ঝালমুড়ি’ ধারাবাহিকে কাজ করছিলেন। চলতি মাসের শুরুতে বিয়েও করেছেন।

এই অসময়ে সায়েম সাদাতের চলে যাওয়াকে মেনে নিতে পারছেন না অনেকেই। বিশেষ করে তরুণ-তরুণীরা। সোমবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সায়েমকে তারা প্রকাশ করছেন নিজেদের স্মৃতিকথা।

সায়েম সাদাত অভিনীত শেষ নাটক  ‘ঝালমুড়ি’র পরিচালন রেদওয়ান রনি ফেসবুকে লিখেছেন, "ভাই আমি কোনদিন সিনেমা নাটকে একটিং করি নাই। শুধু আপনার নাম শুনে আইছি। আপনার মনে হয় এতো বড় ক্যারেকটার পারুম?" - এয়ারটেল টেলিফিল্ম ভালোবাসা ১০১ এর অডিশনে নাফিস ওকে জোড় করে ধরে আনার পর কথাগুলো বলছিল সায়েম। এখন মনে হচ্ছে কেন আইছিলি? কেন তোরে কাস্ট করছিলাম? কেন তোর প্রতি এতো ভালোবাসা জন্মাইছিল? তোরে তো সবসময় গালাগালিই করতাম। কেন জানি আজও বকাই দিতে ইচ্ছে করছে। পার্থক্য এটুকুই আগে বকা দিতাম হেসে হেসে আর এখন কাঁদতে কাঁদতে। সেলফিস আছিস কিন্তু তুই অনেক। একাই জগতের সমস্ত হাসি ঠাট্টা ফাজলামো করে হুট করে ডুব দিলি। বরাবরই ফাউল তুই, আজও.. আচ্ছা এই জন্যই কি আইসক্রিম সিনেমার শুটিংয়ে তারাহুরা ছিল তোর? - "ভাই তারাতারি শুট শেষ করেন পরে কিন্তু আমারে পাইবেন না। স্টার হয়ে যাচ্ছি পরে সিডিউল পাইবেন না।" সবসময় ফাজলামো করে সত্যি কথাগুলোই বলতে হয় তোর? `ফাউল` তুই সত্যিই স্টার হয়ে গেলি। এখন আর তোর সিডিউল পাচ্ছি নারে সায়েম সাদাত। ভালো থাক তুই। বিশ্বাস করি দেখা হবে...

# তরুণ অভিনেতা সায়েম সাদাত আর নেই

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।