চলচ্চিত্রে অভিনয়ের প্রচুর প্রস্তাব পাচ্ছি : হিমি


প্রকাশিত: ০৯:১৮ এএম, ১১ জুন ২০১৭

যৌথ প্রযোজনায় নির্মিত ‘হঠাৎ দেখা’ ছবিতে অভিনয় করেছেন হিমি। গেল ৩১ মার্চ ছবিটি মুক্তি পায়। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হঠাৎ দেখা’ কবিতা অবলম্বনে নির্মিত হয়েছিল ছবিটি। এই ছবিতে অভিনয় করে দারুণ প্রশংসিত হন হিমি।

এরপর কয়েকটি বাংলাদেশের ছবিতে অভিনয়ের প্রস্তাব আসে হিমির কাছে। কিন্তু সেসব ছবির প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন। জাগো নিউজকে এমনটাই বললেন ‘রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালার্স মডেল’ (২০১৪) খ্যাত এই তারকা।

হিমি বলেন, ‘চলচ্চিত্রে অভিনয়ের প্রচুর প্রস্তাব পাচ্ছি। কিন্তু সেগুলোর গল্পে ও নিজের চরিত্রে আমি তেমন বৈচিত্র পাইনি। সবগুলোর গল্প আমার কাছে একই রকম মনে হয়েছে। এগুলোর মধ্যে কয়েকটি ছবির গল্প নকলও মনে হয়েছে। সেজন্য কাজ করিনি।’

তিনি বলেন, ‘আমার প্রথম ছবি ছিল আর্ট ফিল্ম ধাঁচের। এই ছবির থেকে ব্যতিক্রম কিছু পেলে এবং ছবির গল্পতে বৈচিত্র পেলে অবশ্যই চলচ্চিত্রে কাজ করবো। কোনো তাড়াহুড়া নেই আমার। সময় লাগে লাগুক। আমি ভালো কিছুর জন্য সবসময় প্রস্তুত আছি।’

হিমি কিছুদিন আগে উচ্চ মাধ্যমিক (এইএসসি) পরীক্ষায় অংশ নিয়েছেন। পরীক্ষা শেষ করেছেন ভালোভাবেই। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির পাশাপাশি তার মূল ব্যস্ততা এখন ঈদ নাটকের কাজ নিয়ে। এছাড়া কয়েকটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে পারফর্ম করবেন বলেও জানান তিনি।

হিমি বলেন, ‘গোলাম সোহরাব দুদুল পরিচালিত ‘ময়ূর স্বপ্ন’, আরিফ শরীফ পরিচালিত ‘ডিরেক্টর’, শাফিন শিকদার পরিচালিত ‘লাভ স্টোরি’, মোস্তাক আহমেদ পরিচালিত ‘মায়াবী জ্যোৎস্নার মেঘ’ নাটকগুলোর কাজ শেষ করেছি। এছাড়া আগামীতে আরও কয়েকটি নাটকের শুটিং বাকি আছে, সেসব কাজগুলো শেষ করবো।’

হিমি আরও বলেন, ‘ঈদের জন্য এনটিভির নাচের অনুষ্ঠান ‘যুগপৎ’ এবং বিটিভির ‘ঈদের বিশেষ নৃত্যানুষ্ঠান’ এ পারফর্ম করবো। সবগুলো কাজ নিয়ে এবার আমি খুব আশাবাদী। কারণ এর আগে নাটকগুলোতে আমাকে গ্রামীণ চরিত্রে বেশি দেখা গেছে। এবার আমি  কিছু শহুরে চরিত্রে আসছি। আমার বিশ্বাস আমার কাজগুলো দর্শক উপভোগ করবেন।’

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।