জেসমিনের অ্যাকশন চলছেই!


প্রকাশিত: ০৭:৫১ এএম, ১৭ মে ২০১৫

চলতি সপ্তাহের শুরুতে সারা দেশের প্রায় ৯০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জনপ্রিয় নায়িকা ববি অভিনীত বহুল আলোচিত ছবি ‌‘অ্যাকশন জেসমিন।’ ইফতেখার চৌধুরী পরিচালিত ছবিটিতে প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন ববি। এরমধ্যে একটি হলো জেসমিন, অন্যটি দিপা।

দিপা চরিত্রটি কমেডি ধাঁচের। অপরদিকে জেসমিন চরিত্রটি একটু সিরিয়াস ও প্রতিবাদী। সব মিলে অ্যাকশন কমেডি ধাঁচের এই ছবিটি দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। তবে ববির দিপা চরিত্রকে ছাড়িয়ে হলে হলে অ্যাকশন জেসমিনের জয় সর্বত্র।


খোঁজ নিয়ে জানা গেছে প্রথম দিন বেশিরভাগ হলেই ছিলো দর্শকদের উপচে পড়া ভিড়। ছবি দেখা শেষে তারা অ্যাকশনের ভূমিকায় ববির প্রশংসায় পঞ্চমুখ।

পাশাপাশি তিনটি সিনেমা হলে ছবি দেখতে গিয়ে দর্শকের ভালোবাসায় মধুর  বিড়ম্বনার শিকার হলেন নায়িকা ববি। বলাকা ও মধুমিতা সিনেমা হল থেকে কোনো রকমে বের হতে পারলেও পূনম সিনেমা হলে যাওয়ার পর হল থেকে অার বের হতে পারছিলেন না ববি। প্রিয় নায়িকাকে চোখের সামনে পেয়ে উচ্ছাাসে ভেসে গেছেন দর্শক।

এ প্রসঙ্গে ববি জাগো নিউজেকে বলেন, ‘ভালো গল্প আর নির্মাণের মুন্সিয়ানা থাকলে এ দেশে এখনও চলচ্চিত্রের অনেক দর্শক আছে বলে আমি বিশ্বাস করি। আমার অ্যাকশন জেসমিন ছবিটিই এর প্রমাণ। এত সাড়া পাবো আমরা ভাবতেও পারিনি।

আর পূনম হলে যে অভিজ্ঞতা হয়েছে তা অবিশ্বাস্য। আমি অভিভূত। দর্শকরা অামাকে ঘিরে ধরেছিলেন। কিছুতেই বের হতে পারছিলাম না। প্রায় দেড় ঘণ্টা দর্শকদের ভিড়ে অাটকে ছিলাম। অবশেষে পুলিশ এসে দর্শকদের শান্ত করে আমাকে বের করে নেন। একজন অভিনয় শিল্পী হিসেবে এটুকু ভালোবাসার জন্যই তো কাঙ্গাল হয়ে থাকি আমরা। তাই নয় কি?’



নারী প্রধান অ্যকশন জেসমিন ছবিটিতে ববির নায়ক হয়ে অভিনয় করেছেন সাইমন সাদিক। আরো রয়েছেন মিশা সওদাগর, মিজু আহমেদ, কাবিলা প্রমুখ।

অনন্ত জলিলের ‘খোঁজ-দ্য সার্চ’ ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করে ঢালিউডে পা রাখা ববি এখন পর্যন্ত চলচ্চিত্র শিল্পকে দেহরক্ষী, রাজত্ব, ফুল অ্যান্ড ফাইনাল, ইঞ্চি ইঞ্চি প্রেম, স্বপ্ন ছোঁয়াসহ বেশ কিছু ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন। নিজেকে তিনি নিয়ে গেছেন সমসাময়িক অন্য নায়িকাদের চাইতে খানিকটা এগিয়ে।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।